সারিয়াকান্দিতে প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মতিন মন্ডলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল
সারিয়াকান্দি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, (জাসাস) সারিয়াকান্দি উপজেলা ও পৌর শাখার আয়োজনে রবিবার (১১ আগষ্ট) বিকালে সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে সারিয়াকান্দি থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এবিএম রেজাউল করিম মতিন মন্ডলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাসাস এর সভাপতি আব্দুর রাজ্জাক রাজু’র সভাপতিত্বে মরহুম মতিন মন্ডলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু মন্ডল, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাবলু কাজী, পৌর বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলী মুকুল, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সভাপতি শাহাদাত ইসলাম সনি, সাধারণ সম্পাদক এ্যাডঃ শরিফুল ইসলাম হিরা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বিতান মিয়া, সাধারণ সম্পাদক মাহাবুল আলম মিলন, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আর ইসলাম রফিক,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল মুন্সি, সদস্য সচিব তারাজুল ইসলাম ফনি, মৎস্যজীবী দলের আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু, পৌর জাসাসের সভাপতি মোমিন আকন্দ, সাংগঠনিক সম্পাদক মঞ্জু মিয়া প্রমুখ।
এসময় উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রহিদুর রহমান মিলন।