দূর্নীতির দ্বায় নিয়ে পদত্যাগ করলের সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মোহসীন কবির
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:
অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে নিজের সব দূর্নীতির বিষয় মাথায় নিয়ে পদত্যাগ করলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসীন কবির। ১১ আগস্ট রবিবার বেলা ১২: ৪৫ মিনিটে শিক্ষার্থীদের দেওয়া পদত্যাগ পত্রে সাক্ষর করেন তিনি। যেখানে উল্লেখ ছিল,আমি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, অধ্যাপক মো. মহসিন কবির, দয়িত্বকালে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত থেকে কলেজের শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়ন না করে বরং একচ্ছত্র আধিপত্য বিস্তার করে অপরাজনীতি বন্ধ করতে না পারার ব্যার্থতার দায় মাথায় নিয়ে সেচ্ছায়, সজ্ঞানে পদত্যাগ করছি।
পদত্যাগ শেষে তিনি কলেজে গাড়ীতে করে বের হয়ে যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন একজন দূর্নীতিবাজের কাছ থেকে কলেজটা রক্ষা পেলো। তিনি কলেজের প্রতিটি ক্ষেত্রে দূর্নীতি করতেন। পরীক্ষার সময় অতিরিক্ত ফি আদায় সহ নানান দূর্নীতির সাথে তিনি যুক্ত ছিলেন। এমনকি তার চলাচলের জন্য ব্যবহারিত গাড়ির খরচও আমাদের থেকে নেওয়া হতো। তার পদত্যাগে আমরা অনেক খুশি। তারমতো এমন অধ্যক্ষ আমাদের কলেজে আর কখনো না আসুক এটাই কাম্য।
এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রাফসান বলেন, অন্যায় অত্যাচার দূর্নীতি, ক্ষমতার অপ-ব্যাবহার করে কেউ এই বাংলায় শাসন করতে পারবেনা।সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে আমরা অন্যায়,দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদি কণ্ঠে এ আওয়াজ তুলে সকল শিক্ষককে সাবধানে হতে বলছি। অধ্যক্ষের পদত্যাগের মধ্যে দিয়ে আমার আমাদের সুন্দর শিক্ষাবান্ধন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার যাত্রা শুরু করতে
বদ্ধপরিকর।
সুমাইয়া সূচি বলেন, উনি বিভিন্ন সময় উনার ফেসবুক আইডি দিয়ে আমাদের রাজাকার বানানোর পাইতারা করেছিলেন এবং আমাদের আন্দোলনের বিরোধীতা করিছেন তাই সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আজ অনেক খুশি যে উনি আজ পদত্যাগ করেছে। যদিও উনার উচিৎ ছিল আরও আগেই পদত্যাগ করার।