শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে জাজিরায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আলীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
জাজিরা, শরীয়তপুর:
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী করার দাবিতে শরীয়তপুরের জাজিরায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
রবিবার (১১ আগস্ট) বিকালে উপজেলার কাজীরহাট মোড় থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আলীম বেপারীর নেতৃত্ব বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আজাহার মাদবর, কৃষি বিষয়ক সম্পাদক ছালেক খান, ছাত্রনেতা শামীম সহ বিপুল দলীয় নেতাকর্মী ও জনসাধারণ অংশগ্রহণ করেন।
সমাবেশে সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম বেপারী বলেন, সারাদেশে নৈরাজ্য চলছে। এর অবসান ঘটিয়ে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। কারণ, তাকে জোর করে দেশে ত্যাগে বাধ্য করা হয়েছিল। বঙ্গবন্ধুকে যেভাবে সপরিবারে নীল নকশার মাধ্যমে হত্যা করা হয়েছিলো, একইভাবে জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়েছিল। আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।