মানিকগঞ্জে ২ সন্তানের জননীকে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ ২ সন্তানের জননীকে বিয়ের প্রলোভন দিয়ে ২ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে মামলায় আটিগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বার মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ইউপি সদস্য মোজাম্মেলকে আদালতে পাঠানো হয়েছে। গত বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে ইউপি সদস্যকে রাতে ওই নারীর বাড়িতে স্থানীয়রা আটক করে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত ইউপি সদস্য মোজাম্মেল আটিগ্রাম ইউনিয়নের ফারিরচর গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য।
স্থানীয়রা ও থানাপুলিশ সূত্রে জানাগেছে, মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও মেম্বার মোজাম্মেল একই ওয়ার্ডের । ওই নারীর স্বামী মারা গেছেন প্রায় সাত থেকে আট বছর আগে। তার এক ছেলে ও এক মেয়েকে বিয়ে দিয়ে তিনি ঢাকার সাভারে থাকেন। মাঝে মাঝে গ্রামের নিজ বাড়িতে আসা-যাওয়া করতেন। গত কয়েক মাস ধরে ইউপি সদস্য মোজাম্মেলের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায় তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারই ধারাবাহিকতায় মোজাম্মেল বিয়ের আশ্বাসে ওই নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায়। বুধবার মধ্য রাতে মোজাম্মেল ওই নারীর বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই এলাকাবাসী বাইরে থেকে ঘর তালা দিয়ে ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ সেখান থেকে ইউপি সদস্যকে থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার সকালে তার নামে একটি ধর্ষণের
অভিযোগে মামলা দায়ের করেন ওই নারী।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, এ ঘটনায় ওই বিধবা নারী বাদী হয়ে ইউপি সদস্য মো. মোজাম্মেলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। মোজাম্মেলকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।