সালমান শাহ যেভাবে সিনেমার নায়ক হলেন

 

 

১৯৮৮ সালে আমির খান ও জুহি চাওলা অভিনীত সিনেমা ‘ কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল। এ সিনেমার মাধ্যমেই আমির ও জুহির বলিউডে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই তারা ব্যাপক সাফল্য পান।

 

পরবর্তীতে এ সিনেমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাংলাদেশে এর রিমেক তৈরির উদ্যোগ নেয় প্রযোজনা সংস্থা আনন্দমেলা চলচ্চিত্র। পরিচালনা করবেন সোহানুর রহমান সোহান। সিদ্ধান্ত নেন একজোড়া নতুন নায়ক-নায়িকা নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন। কারণ এটি টিনএজ প্রেমের গল্প। খোঁজা শুরু হয় নায়ক-নায়িকার। অবশ্য প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা তিনটি হিন্দি সিনেমা রিমেক করার উদ্যোগ নিয়েছিল। এই তিনটি সিনেমা হচ্ছে, ‘সনম বেওয়াফা’, ‘দিল’ এবং ‘কেয়ামত সে কেয়ামত তক’। শেষ পর্যন্ত বেছে নেয়া হয় ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমাটি।

 

সিনেমাটির জন্য নতুন নায়ক-নায়িকা খুঁজতে গিয়ে পরিচালক সোহানুর রহমান সোহানকে বেশ গদঘর্ম হতে হয়। অবশ্য নায়িকা মৌসুমীকে খুঁজতে বেশি বেগ পেতে হয়নি। তখন বিটিভিতে তার ‘স্প্রিয় রেইন শ্যাম্পু’ নামে একটি বিজ্ঞাপন বেশ দর্শকপ্রিয়তা পায়। তখন তাকে পরিচালক নির্বাচন করেন। সমস্যা দেখা দেয় নায়ক নিয়ে। কাকে নায়ক করবেন! পরিচালক সে সময়ে আলোচিত টিভি অভিনেতা তৌকীর আহমেদকে প্রস্তাব দেন। তবে রিমেক চলচ্চিত্র হওয়ায় তিনি সে প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর পরিচালক প্রস্তাব দেন সে সময়ের আরেক ক্রেজ মডেল আদিল হোসেন নোবেলকে।

 

তিনিও এ প্রস্তাব ফিরিয়ে দেন। পরিচালক মহা দুঃশ্চিন্তায় পড়ে যান। সে সময় নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুর আলমগীর ইমন নামের একটি ছেলের সন্ধান দেন। ছেলেটি টিভিতে একটি ক্যাডসের বিজ্ঞাপনে মডেল হয়েছে এবং একটি-দুটি নাটকে অভিনয় করেছে। প্রথম দেখাতেই পরিচালক তাকে পছন্দ করে ফেলেন। তাকে তিনটি রিমেক চলচ্চিত্রের একটি ‘সনম বেওয়াফা’র জন্য প্রস্তাব দেন। তবে ইমন যখন ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমার রিমেকের কথা জানতে পারেন, তখন তিনি ওই সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। তার কাছে ‘কেয়ামত সে কেয়ামত তক’ এতই প্রিয় যে, সিনেমাটি ২৬ বার দেখেছেন বলে পরিচালককে জানান। শেষ পর্যন্ত পরিচালক সোহানুর রহমান সোহান তাকে নিয়ে ‘কেয়ামত সে কেয়ামত’ সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নেন। ইমনের নাম পরিবর্তন করে রাখেন সালমান শাহ। সিনেমাটি নির্মাণের পর সালমান শাহ কতটা জনপ্রিয় হয়ে উঠেন, তার মৃত্যুর পর এ প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে উঠর মধ্য দিয়ে তার প্রমাণ পাওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সালমান শাহ
সর্বশেষ সংবাদ