সরবরাহ কম থাকায় বরিশালে বেড়েছে সবজির দাম

বরিশাল ব্যুরোঃ

কারফিউ জারির ষষ্ঠ দিনে বরিশালে জনজীবন অনেকটাই স্বাভাবিক। বিশেষ করে বৃহস্পতিবার  সকাল ৮টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় মানুষ বাসা থেকে বের হয়েছেন। সরকারী বেসরকারী অফিস খুললেও সবাই বের হয়েছেন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে।

তবে বরিশালে বেড়েছে দ্রব্যমূল্য। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সবচেয়ে বেশি দাম বেড়েছে সবজির। ব্যবসায়ীরা বলছেন, অবরোধ ও কারফিউর কারণে পণ্যের সরবরাহ না থাকায় সবজির দাম বেড়েছে।

এছাড়া গত কয়েক দিন ধরে কোনো কাজ করতে না পারায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমিকরা। অনেককে বাধ্য হয়ে কারফিউর মধ্যে রিকশা ও অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে দেখা গেছে।

এ অবস্থায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের তল্লাসি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি চালাতে দেখা গেছে।

এর আগে বুধবার রাতে কথা হয় রিকশা চালক মোঃ আঃ সালামের সঙ্গে। তিনি বলেন, গাড়ির চাকা না ঘুরলে জীবন চলে না, সেখানে প্রায় এক সপ্তাহ ধরে ঘরে বসা। এভাবে কতদিন ঘরে থাকা যায়। বাধ্য হয়ে বুধবার সন্ধ্যার পরও গাড়ি নিয়ে বের হলাম।

একই কথা বলেন নগরীর কাউনিয়া হাউজিং এলাকার রিকশাচালক মো. আবুল বাশার। তিনি বলেন, স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার পাঁচজনের সংসার। অবরোধ ও কারফিউর কারণে প্রায় ৭-৮ দিন ধরে ঘরে বসা। পেটের তাগিদে গত দুদিন ধরে কারফিউর মধ্যেও রাস্তায় বের হতে হয়েছে।

বরিশালের একমাত্র পাইকারি কাঁচামালের বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের মালিক আমিনুল ইসলাম শুভ বলেন, পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলেও ক্রেতা নেই, অবরোধ ও কারফিউর কারণে আমদানি বন্ধ থাকায় সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দাম আবার কমে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আইন-কানুনের তোয়াক্কা না করেই বরিশালের গ্যাস ও জ্বালানী তেলের দোকানের ছড়াছড়ি
সর্বশেষ সংবাদ