চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৌদি খেজুর বাগানের মালিক মোশারফ কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন

 

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের মোশাররফ হোসেন  মির্জাপুর মাঠে ১০ বিঘা সৌদি খেজুরের বাগান করেছেন। তিনি আগামী কয়েক বছরের মধ্যে  কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন।

মোশারফ হোসেন আমাদের প্রতিনিধিকে জানান গত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জে আম বাজার ব্যবস্থাপনা ও আমের দর পতনের কারণে অনেকেই পুঁজি হারিয়ে বসার জোগাড় হয়েছে। এ অবস্থায় লাভজনক নতুন কিছু করার লক্ষ্যে ২০১৯ সালে অক্টোবর মাসে এ খেজুর বাগান তৈরির কাজ আরম্ভ করেন। আমাদের দেশে রমজান মাসসহ প্রতি বছর যে খেজুরের প্রয়োজন হয় তার প্রায় সবই বাইরে থেকে আমদানি করা হয়। দেশে খেজুরের ব্যাপক চাহিদা রয়েছে।

মোশারফ হোসেন খেজুর বাগান তৈরির প্রথম দিকে ময়মনসিংহ থেকে কিছু খেজুরের চারা সংগ্রহ করেন । পরবর্তীতে সৌদি আরব, দুবাই ও ওমান সহ বিভিন্ন দেশ থেকে উন্নতমানের খেজুরের বীজ সংগ্রহ করে চারা তৈরি ও চারা রোপণ করে খেজুর বাগান তৈরি করেছেন। এ বাগানে আজুয়া, বারহি, রেড গোল্ড, দাবাস, বরই ও ডিজিলেট নূর সহ বেশ কয়েক জাতের খেজুর গাছ রয়েছে। এইসব গাছের মধ্যে প্রায় ৩৫০ টি মহিলা খেজুর গাছ। এইসব খেজুর গাছে ইতোমধ্যে খেজুর ধরতে শুরু করেছে। কিছু দিনের মধ্যেই খেজুর সংগ্রহ করা শুরু হবে।

মোশারফ হোসেনের খেজুর বাগানে ইতোমধ্যে ৩০ লাখ টাকার উপরে খরচ করেছেন। বর্তমানে খেজুর বাগান থেকে প্রতিবছর কিছু খেজুর সংগ্রহ করা হচ্ছে এবং চারা তৈরি করে বিক্রি করা হচ্ছে তা দিয়েই খেজুর বাগান রক্ষণাবেক্ষণ, সেচ, সার প্রয়োগ সহ অন্যান্য প্রয়োজনীয় খরচ যোগানো  হচ্ছে। দিন যতই যাচ্ছে প্রতিটা খেজুর গাছে খেজুর ধরার পরিমাণও বাড়ছে আট বছরে এই সব খেজুর গাছ পূর্ণতা পাবে তখন প্রতি গাছে ১’শ কেজির মতো খেজুর হবে এবং তখন আমার বাগান থেকে প্রতিবছর  ৩০ লক্ষ টাকা নিট আয় হবে বলে আশা করছি। এ ব্যাপারে খেজুর বাগানের মালিক জনাব মোশারফ হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার বাগানের উৎপাদিত খেজুর নিজস্ব প্রযুক্তিতেই বাগানে  শুকানো হবে । খেজুর বাজারজাত করতে কোন অসুবিধা হবে না। বরং আমার বাগানের খেজুর বাইরে থেকে আমদানি করা খেজুরের চেয়ে অনেক গুণ ভালো । প্রতিদিনের দর্শনাটিরাও এমন মন্তব্য করছেন। সামনে আমার বাগানের উৎপাদিত খেজুর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ /চালান করতে পারব বলে আশা করছি। আমার খেজুর বাগান তৈরি করতে স্থানীয় কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এবং দিচ্ছেন।  মোশারফের খেজুর বাগান দেখে স্থানীয়ভাবে অনেকেই খেজুর বাগান  করবেন বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কেক কাটা * মোশারফ কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন * সৌদি খেজুর বাগানের মালিক
সর্বশেষ সংবাদ