বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোপের মুখে পিছু হটে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ঘন্টাব্যাপী সংঘর্ষে পিছু হটতে বাধ্য হয় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এ সময় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে শিক্ষার্থীদের অস্ত্র ছিল ইট, অপরদিকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিজেদের রক্ষায় টিয়ারশেল ও গুলি বর্ষন করতে বাধ্য হন। দুপুর দেড়টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে অবস্থায় নেয় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন। এ সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেতৃত্বদানকারীরা বারবার আইনশৃংখলা বাহিনীর সাথে কথা বলে তাদেরকে সরে যেতে বলেন। কিন্তু আইনশৃংখলা বাহিনী শক্তভাবে অবস্থান নিয়ে তাদেরকে মহাসড়ক অবরোধ কর্মসূচী থেকে সরতে বলেন। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে শুরু করে ক্যাম্পাসের বাহিরে বহুতল ভবনগুলোতে ইট মুজত করেন। বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের ভিতর থেকে শুরু করে চারিদিক থেকে একযোগে ইট নিক্ষেপ। ইটের আঘাত থেকে নিজেদের রক্ষায় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও গুলি বর্ষন করতে বাধ্য হন। তাতেও পিছু হটাতে পারেনি শিক্ষার্থীদের। এক পর্যায়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পিছু হটলে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

 

এদিকে সকাল ১১টা থেকে বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে শুরু করে নগীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েন সাধারন মানুষ।অপরদিকে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে রাখেন। পরে কয়েক ঘন্টা পর অবরোধ তুলে নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মাহফুজুর রহমান মাসুম
সর্বশেষ সংবাদ