শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

জাবিতে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জরুরী সিন্ডিকেট সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আবু হাসান। বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হলেও খোলা থাকবে অফিস।
বিশ্বববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সদ্ধিান্তের পর বিক্ষোভ মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে অবস্থানের পর তারা রেজিস্ট্রার ভবনে ভাঙচুর করেন। উপাচার্য ভবনের নিচে তালা ঝুলিয়ে অবস্থান নিলে উপাচার্য প্রফেসর ড. নূরুল আলমসহ শিক্ষকরা সেখানে আটকা পড়েন। তারপর ঘটনাস্থলে পুলিশ আসলে আরও বিক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষার্থীরা।
পরে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। তার পাশেই অবস্থান নিয়েছে পুলিশও। যে কোন মূহুর্তে সেখানে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এর আগে, সকাল দশটা থেকে কিছু শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। সংঘর্ষের আশঙ্কায় তারা হল ছেড়ে গেলেও শিক্ষার্থীদের একটি বড় অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচী পালন করছেন।
বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসের ভিতর সাজোয়া যানসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের গেইটের বাইরে প্রস্তুত রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আনিসুর রহমান
সাম্প্রতিক সংবাদ