ডাসার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল!! আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
কোটা সংস্কারের দাবিতে উত্তাল ঢাকাসহ কয়েকটি জেলা।এবার তাদের সাথে একাত্মতা প্রকাশ করে মাদারীপুরের ডাসার উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন। পরে কলেজ কতৃপক্ষ ও প্রশাসন আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে এনে কলেজ ক্যাম্পাসে ভিতর ঢুকেই দেন। আজ(১৭ জুলাই) বুধবার দুপুরে কলেজ গেটের সামনের সড়কে এ আন্দোলন করেন।
শিক্ষার্থীরা বলেন যতদিন আমাদের দাবি না পুরুন হবে,ততোদিন আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের ভাই নিহত হয়েছেন, আমাদের বোনদের উপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। এটা আমরা মেনে নিতে পারি না।