সৈয়দপুরে উপজেলা জামায়াত নেতা মাওলানা গাওহার আলীর ইন্তেকাল
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার নেতা মাওলানা গাওহার আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৪ জুলাই) বেলা আড়াইটায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, মাওলানা গাওহার আলী দীর্ঘদিন থেকে জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি উপজেলা জামায়াতের বায়তুল মাল (অর্থ) সম্পাদক। এর আগে একই শাখার সেক্রেটারিও ছিলেন তিনি। মরহুমের জানাজা বাদ এশা তাঁর গ্রামের বাড়ি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগন্জে অনুষ্ঠিত হবে এবং তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মাওলানা গাওহার আলীর মৃত্যুতে গভীর শোক ও দোয়া এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। (ছবি আছে)