সিলেট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৪৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
সিলেট জেলার চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) শহিদুল ইসলাম নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল ১৩ জুলাই ২০২৪ শনিবার জৈন্তাপুর থানাধীন ৬নং চিকনাগুল এলাকায় পৃথক পৃথক অভিযান করে চিনি ভর্তি দুটি ট্রাক আটক করে। আটককৃত ট্রাক দুটি তল্লাশিকালে সর্বমোট ৪৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও দুজন চালককে গ্রেফতার করা হয়।
উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াদিন।