প্রশ্নের ধাক্কা

রুশাইদ আহমেদ
দিনে দিনে জীবনবায়ু কেন যেন বিষাক্ত হয়ে উঠছে:
চারিদিকে যেন শুধু কোন রাসায়নিকের উপস্থিতি!
প্রসারমান ফুসফুসের প্রাচীরে আমার শুধু পরস্পরবিরোধী প্রশ্নের ধাক্কা:
‘তোমার পথ এত সংকীর্ণ কেন?
তুমি এত সন্দিহান কেন?’
কিন্তু এসবের সঠিক উত্তর কি আমার জানা আছে?
হয়তো আছে; কিংবা নেই!
লিখতে চেয়েছিলাম অনেক কিছুই— কাগজ ফুরিয়ে গেছে!
বলতে চেয়েছিলাম অনেক কিছুই— বাক্য হারিয়ে গেছে!
স্মৃতিরা আজ পলাতক প্রলুব্ধ সময়ের আক্রমণের শঙ্কায়!
তবুও আজ আমার আবেগকে কে পোষ মানাবে এই ছিমছাম অ্যাপার্টমেন্টের এক কোণে রাখা এই বদ্ধ খাঁচায়?
আছে কি কেউ?
হয়তো আছে; কিংবা নেই!
দাবানলে আমার স্নায়ু পুড়ছে!
মস্তিষ্ক আছে আরেকটি বিশ্বযুদ্ধের প্রতীক্ষায়!
পেটে আমার গতকালের ‘ব্যানার’ শিরোনামগুলো গোগ্রাসে গিলে ফেলার ক্ষুধা!
অথচ হৃদয়ের দোলনায় বসে আমার
দুলছে এমন এক অনিন্দ্য রূপসী;—
যার কাছে যেতে হলে আমাকে লিখতে হবে
উপমহাদেশের অবিদিত ইতিহাসের ওপর ১৩২টি পর্যবেক্ষণমূলক নিবন্ধ!
কিন্তু তা লেখার সাধ্য কি আমার আছে?
হয়তো আছে; কিংবা নেই!
[কবি: শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * প্রশ্নের ধাক্কা
সর্বশেষ সংবাদ