বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে মোহনপুর ইউনিয়ন বিজয়ী 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) চূড়ান্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোহনপুর ইউনিয়নের ২ টিম জয়লাভ করেছে।
সোমবার ৮ জুলাই বিকেলে  উপজেলা প্রশাসনের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে ফাইনাল খেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হুসাইন বিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নুরিয়াস সাঈদ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক মো: লতিফুর রহমান।
খেলা শেষে প্রধান অতিথি আলহাজ্ব জাকারিয়া জাকা ও অতিথিবৃন্দ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন   এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন।
ফাইনাল খেলায় মোহনপুর ইউনিয়ন (অনুর্ধ্ব১৭)  বালক দল ২ – ০ গোলে সুজালপুর ইউনিয়নকে পরাজিত করে এবং বালিকা দল ট্রাইবেকারে মরিচা ইউনিয়নকে ৪-৩ গোলে পরাজিত করে জয়লাভ করে জয়ের ব্যাপারে মোহনপুর ইউনিয়নের কোচ মারুফ হাসান রনি বলেন, এই জয় আমার একার না এই জয় পুরো মোহনপুর বাসীর। এখন ফুটবলে সহ অন্যান্য খেলায় মোহনপুর ইউনিয়ন উপজেলা সেরা আমি ইউনিয়ন ও উপজেলাবাসীর  সকলের কাছে দোয়া চাই। এবং আমি বিশ্বাস করি আমাদের ২ টিম জেলা পর্যায়ে  জয়লাভ করবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উপজেলা পর্যায়ে মোহনপুর ইউনিয়ন বিজয়ী * বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে
সর্বশেষ সংবাদ