রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযানে মাদক কারবারি নারীসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় ১৭৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন জন মাদক কারবারি ও দুই জন গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ওই ৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।

এর আগে গত সোমবার (৮ জুলাই) দিনগত রাত থেকে ও আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল পর্যন্ত পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের মোঃ রাজ্জাক প্রামানিকের ছেলে মোঃ ইব্রাহীম প্রামানিক (২২), চরঝিকড়ী পশ্চিম পাড়া গ্রামের মোঃ লিটন প্রামানিকের স্ত্রী রুপা বেগম (৩০), নাটোর জেলার বড়াইগ্রাম থানার কালিকাপুর গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ বাবু (৩৯), বাবু বর্তমানে পাংশা উপজেলার মৈশালা গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারী পরোয়ানাভুক্তরা হলো, একই উপজেলার কসবামাজাইল গ্রামের মৃত মনছের মন্ডলের ছেলে মোঃ মানিক মন্ডল (৫৪) ও হাবাসপুর গ্রামের শের আলী সরদারের ছেলে সুলতান সরদার (৪৫)।

থানা পুলিশ সূত্র জানায়, পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক-১ সঙ্গীয় ফোর্স ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইব্রাহীম প্রামানিককে ও ২৬ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রুপা বেগমকে গ্রেপ্তার করেন। অপরদিকে এসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স ৫১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বাবুকে গ্রেপ্তার করেন, বাবুর বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করে এসআই মোঃ ওবায়দুর রহমান এবং এসআই মোঃ সাদিকুজ্জামানন সঙ্গীয় ফোর্সসহ সিআর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত মোঃ মানিক মন্ডল ও সুলতান সরদারকে গ্রেপ্তার করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, মাদক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে কোন আপস নয়। কাজেই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদেরকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * রাজবাড়ীর পাংশায় পৃথক অভিযান
সর্বশেষ সংবাদ