কানাডার সামনে ‘এভারেস্ট’ আর্জেন্টিনা

ইউরোর মতো কোপাও এসে ঠেকেছে শেষ চারে। সবশুদ্ধ আর মাত্র তিনটি ম্যাচ বাকি। বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপার বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনা রয়েছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। আজ সেমিতে তাদের প্রতিপক্ষ কানাডা। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। পরের দিন ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে উঠে আসা উরুগুয়ে মোকাবিলা করবে ২৭ ম্যাচে অপরাজিত কলম্বিয়ার। আর্জেন্টিনা ও উরুগুয়ে দুদলেরই শোকেসে এখন ১৫টি করে কোপার ট্রফি। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে কারা এগিয়ে যাবে সেটাই এখন দেখার

আর্জেন্টিনা যে দুরন্ত ছন্দে রয়েছে, তা নয়। তবে সেমিফাইনাল পর্যন্ত আসতে তাদের খুব একটা সমস্যা হয়নি। তাদের প্রতিপক্ষ কানাডা এবার চমক দেখিয়েছে। কলম্বিয়া ও উরুগুয়ে-দুদলই দারুণ ফুটবল খেলছে। ২০২১ সালে কোপা জয়ের পর আর পেছনে ফিরে তাকায়নি আর্জেন্টিনা। ৩৬ বছর পর ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছে তারা। এবার আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জয়ের হাতছানি। ফাইনালে যাওয়ার পথে তাদের সামনে কানাডা, যারা এবারই প্রথম কোপা আমেরিকায় খেলছে। প্রথম আসরেই চমক দেখিয়ে সেমিতে পৌঁছে যাওয়া কানাডা ভালো টক্কর দিচ্ছে। তবে সেমিতে আর্জেন্টিনা-বাধা টপকানো এভারেস্টের চূড়ায় ওঠার মতোই কঠিন হবে কানাডার জন্য।

এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত ফুটবল খেলছে কলম্বিয়া এবং উরুগুয়ে। সম্ভবত টুর্নামেন্টে সবচেয়ে ভালো ছন্দে রয়েছে এ দুই দল। ব্রাজিলকে রুখে দিয়ে নিজেদের গ্রুপসেরা হয়ে শেষ আটে উঠেছিল কলম্বিয়া। এরপর কোয়ার্টার ফাইনালে তারা ৫-০ গোলে উড়িয়ে দেয় পানামাকে। শুধু কোপা বলে নয়, সব মিলিয়ে কলম্বিয়া টানা ২৭ ম্যাচে অপরাজিত। এদিকে গ্রুপপর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল উরুগুয়ে। আর শেষ আটে ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে পৌঁছে যায় তারা। এখন তাদের পাখির চোখ ফাইনালে। তবে ফাইনালে ওঠার লড়াইটা উরুগুয়ের জন্য মোটেও সহজ হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আমেরিকা * আর্জেন্টিনা * এভারেস্ট * কানাডা
সর্বশেষ সংবাদ