সদরের দুটি ইউপির উপ-নির্বাচনে প্রাথী ২৫ জন

মহানগর প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার হরিদেবপুর ও চন্দনপাট ইউনিয়নের দুটি চেয়ারম্যান এবং দুটি সাধারণ সদস্য পদের শুন্য আসনে ২৫ প্রার্থীর দাখিল করা মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
গতকাল শুক্রবার সকাল ১১টায় যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন রংপুর সদর উপজেলার উপজেলা নির্বাচন অফিসার ও হরিদেবপুর এবং চন্দনপাট ইউপির উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ মমিনুর আলম। হরিদেবপুর ইউপির চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী হলেন, মোঃ মফিজল ইসলাম, সৈয়দ আব্দুল রাসেল, আনিসুর রহমান, মোঃ মাসুদার রহমান, মোঃ একরামুল হক ও মোঃ কামরুজ্জামান ও মোঃ আনিচুল ইসলাম। হরিদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৫জন প্রার্থীর মধ্যে রয়েছেন মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ গোলাম মোস্তফা, মোঃ বাবুল মিয়া, মোঃ ফরিদ মিয়া ও মোঃ আব্দুল জলিল। চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান ৬জন প্রার্থীরা হলেন, মোঃ আজমারুল ইসলাম, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ তহিদুল ইসলাম, বিল্পব সরকার, মোঃ রাশেদুল হক ও  মোঃ মাজেদুল হক। চন্দনপাট ইউপির ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৭ জন প্রার্থী হলেন, শ্রী গোপাল শীল, মোঃ আতোয়ার রহমান, মোঃ আবুল মান্নান, মোঃ আমজাদ হোসন, মোঃ শাহীনুর রহমান, মোঃ আয়নাল হক ও সুধীর চন্দ্র গোস্বামী। হরিদেবপুর এবং চন্দনপাট ইউপির উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ মমিনুর আলম জানান, বৈধ প্রার্থীদের মাঝে আগামী ১১ জুলাই প্রতিক বরাদ্দ করা হবে। ২৭ শে জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সদরের দুটি ইউপির উপ-নির্বাচনে প্রাথী ২৫ জন
সর্বশেষ সংবাদ