শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

রংপুর সদরে উপ-নির্বাচনে প্রাথী ২৫ জন

ক্রাইম রিপোর্টার:
রংপুর সদর উপজেলার ২নং হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান এর  পদে ও হরিদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য এর পদ শূণ্য থাকায় এবং ৩নং চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান এর  ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদ শূণ্য হওয়ায় ২৭ শে জুলাই সেই সকল শূণ্য পদে উপ- নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন। রংপুর সদর উপজেলা দু’টি ইউনিয়নের উপ-নির্বাচনে রংপুর সদর উপজেলার উপজেলা নির্বাচন অফিসার ও চন্দনপাট ইউনিয়ন পরিষদ উপ-নির্বানের রিটার্নিং অফিসার মোঃ মমিনুর আলমের কাছে মনোনায়ন দাখিল করেছেন ২৫ জন।
গতাকাল বৃহস্পতিবার রংপুর সদর উপজেলা দু’টি ইউনিয়নের উপ-নির্বাচনে রংপুর সদর উপজেলার উপজেলা নির্বাচন অফিসার ও চন্দনপাট ইউনিয়ন পরিষদ উপ-নির্বানের রিটার্নিং অফিসার মোঃ মমিনুর আলমের কাছে    মনোনায়ন দাখিল করেছেন ২৫ জন। হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনায়ন পত্র জমা দেন মোঃ আনিচুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, সৈয়দ আব্দুল রাসেল, শেখ আনিসুর রহমান, মোঃ মাসুদার রহমান, মোঃ একরামুল হক ও মোঃ কামুরুজ্জামান। হরিদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনায়ন পত্র জমা করেছেন মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ গোলাম মোস্তফা, মোঃ বাবুল মিয়া, মোঃ ফরিদ মিয়া ও মোঃ আব্দুল জলিল। চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনায়ন পত্র জমা করেন মোঃ আজমারুল ইসলাম, মোঃ আব্দুল কায়ুম, মোঃ তহিদুল ইসলাম, বিল্পব সরকার, মোঃ রাশেদুল হক ও  মোঃ মাজেদুল হক। চন্দনপাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনায়ন পত্র জমা করেছে শ্রী গোপাল শীল, মোঃ আতোয়ার রহমান, মোঃ আবুল মান্নান, মোঃ আমজাদ হোসন,মোঃ শাহীনুর রহমান, মোঃ আযনাল হক ও সুধীর চন্দ্র গোস্বামী।
রংপুর সদর উপজেলার উপজেলা নির্বাচন অফিসার ও চন্দনপাট ইউনিয়ন পরিষদ উপ-নির্বানের রিটার্নিং অফিসার মোঃ মমিনুর আলম বলেন, আজ মনোনায়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল। হরিদেবপুর ইউনিয়নে  চেয়ারম্যান পদে ৭ জন,  ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৫ জন এবং চন্দনপাট ইউনিয়ৗনর চেয়ারম্যান পদে ৬ জন এবং ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্যদে পদে ৭ জন সহ মোট ২৫ জন মনোনায় পত্র জমা দিয়েছেন। ৫ জুলাই ২০২৪ মনোনায় যাচাই বাচাই হবে আর ১১ জুলাই প্রতিক বরাদ্দ করা হবে। তিনি আরো বলেন, যেহেতু এই নির্বাচনটি এভিয়েম এর মাধ্যমে হবে তাই ২৭ শে জুলাই উপ-নির্বাচন গ্রহণ যোগ্য নির্বাচন সহ অবাদ্ধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার লক্ষেই কাজ করছি আমরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * রংপুর সদরে উপ-নির্বাচনে প্রাথী ২৫ জন
সাম্প্রতিক সংবাদ