গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(৪ জুলাই) বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করানোর হয , এ সময় শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, শপথ বাক্য পাঠ করেন গোপালপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান মারুফ হাসান জামী এবং মহিলা ভাইস চেয়ারম্যান জনাব হোসনে, এ সময় আরো শপথ বাক্য পাঠ করেন, ৪টি উপজেলার পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিজয়ী প্রার্থীদের শুভাকাঙ্ক্ষী ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে, ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু এভিনিউতে, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তক অর্পণ করেন।