মৈত্রীপ্রদীপ আনন্দ মিত্র মহাথের’র মহাপ্রয়াণ

মৈত্রীপ্রদীপ আনন্দ মিত্র মহাথের’র মহাপ্রয়াণ
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সহ-উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর প্রতিষ্ঠাতা সভাপতি, চন্দ্রজ্যোতি শান্তি স্বর্ন পদক প্রাপ্ত, পূর্বগুজরা সার্বজনীন মৈত্রী বিহার’র নবরূপকার অধ্যক্ষ, সর্বজন শ্রদ্ধেয় সংঘ মনীষা মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের মহোদয় ২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সকাল ৬.৩০ ঘটিকায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহাপ্রয়াণ করেছেন।
উল্লেখ্য তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগের চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্ষীয়ান এই সংঘ মনীষার প্রয়াণে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনী, পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর, বৌদ্ধ অনলাইন মুখপাত্র “ধম্মকথা”, ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটি, রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন শোকপ্রকাশ করেছেন। এছাড়া ভিক্ষু মহাসভার উদ্যোগে চট্টগ্রাম কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে প্রয়াণোত্তর প্রথম শোকসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আগামী ৮ জুলাই, সোমবার পূবগুজরা মৈত্রী বিহারে প্রয়াত সহ-উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দ মিত্র মহাথের’র সাপ্তাহিক সংঘদান ও পেটিকা বদ্ধ অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। ভিক্ষু মহাসভা ও বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চন্দ্রজ্যোতি শান্তি * বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু * মৈত্রীপ্রদীপ আনন্দ
সর্বশেষ সংবাদ