শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

 মুক্তাগাছায় কুলি শ্রমিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মুক্তাগাছায় কুলি শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। মুক্তাগাছা উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টার দিকে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
 কুলি শ্রমিকরা হাতে বাঁশের লাঠি নিয়ে মুক্তাগাছা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে। পরে মুক্তাগাছা প্রেসক্লাবের সমানে জড়ো হয়ে মানব বন্ধনে তাদের অভিযোগ ব্যক্ত করে বক্তব্য প্রদান করে।
বিক্ষোভকারীরা বলেন, গত শুক্রবার দুপুর ১২টার দিকে আটানী বাজার এলাকার খাদ্যে পট্টিতে বোঝাইকৃত ট্রাকের মালামাল আনলোড করার সময় রাস্তার পাশের্^ ট্রাক রাখায় যানযটের সৃষ্টি হয়। এতে ক্ষুদ্ধ হয়ে মোটরসাইকেল চালক অজিম এসে শ্রমিকদের উদ্ধেশ্যে অশ্লিল গালিগালাজের এক পর্যায়ে কুলি সর্দার মোঃ জুব্বারের সার্টের কলার ধরে টানাটানি করতে শুরু করে এরপর প্রচার সম্পাদক ফেরদৌস এগিয়ে আসলে তার মুখে এলোপাথারি কিল ঘুষি দিয়ে আহত করে ও পরবর্তীতে তাদেরকে আরও দেখে নেয়ার হুমকি দিয়ে চলে আসে।
পরবর্তীতে স্থানীয় নিকটস্তরা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এতে কুলি শ্রমিকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হওয়ায় তারা স্থানীয় জনপ্রতিনিধিদের স্মরণাপন্য হলেও কোন বিচার না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনের মাধ্যমে ন্যায্য অধিকার ও সুবিচারের দাবী করেন। বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে তারা সুবিচার না পাওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতী ঘোষণা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে * কুলি * মিছিল ও মানববন্ধন * মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী * মুক্তাগাছায় * শ্রমিকদের
সাম্প্রতিক সংবাদ