কাউখালীর আমরাজুড়ি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থদের মাঝে হাইজিন কিট বিতরন
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে বাড়িঘর ক্ষতিগ্রস্ত ১০২ জনের মাঝে ১০২টি প্যাকেজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮জুন) সকাল ১১ টায় আমরাজুড়ি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ হলরুমে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে এ সহায়তা প্রদান করা হয়।
প্যাকেজে যা ছিলো একটি ২০ লিটারের প্লাস্টিকের বালতি, গোসলের সাবান ৪ টি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি,স্যানিটারী ন্যাপকিন ৪ প্যাকেট, মগ ১ পিচ, তরল জীবাণুনাশক ৫০০ মিলি, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ১০০ পিচ, স্যান্ডেল বড়দের ২ জোড়া, খাবার স্যালাইন ১০ পিচ, লিফলেট ১ টি।
বিতরণ কালে উপস্থিত ছিলেন ডিএসকে এর প্রতিনিধি মানসুরা আক্তার ফিল্ড অফিসার , আমরাজুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্যামলী রানী, তরুণ সমাজসেবক গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল।