স্থানীয় মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
লক্ষ্মীপুর প্রতিনিধি :
সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ ২৭ জুন (বৃহস্পতিবার) শহর সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ক্যাশ ট্রান্সফরমার মর্ডানাইজেশন (সিটিএম) প্রকল্পের আয়োজনে এবং ট্রেনিং এ্যান্ড টেকনোলজি ট্রান্সফার (টিটিটি) এবং বর্ণমালার সহযোগীতায় প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী।
এসময় সহকারী পরিচালক মাহবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (রায়পুর) মাজহারুল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, ক্যাশ ট্রান্সফরমার মর্ডানাইজেশন (সিটিএম) এর সমন্বয়ক মো: তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপি এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, মেম্বার, বিভিন্ন ইউনিয়নের সমাজকর্মীসহ মোট শতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।