জাজিরায় জেলেদের মাঝে ছাগল ও খোয়ার ঘর বিতরন

জাজিরা শরীয়তপুর :

শরীয়তপুর জেলার জাজিরা  উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ  উন্নয়ন প্রকল্প এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেব ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬-জুন) দুপুরে  উপজেলা পরিষদ  চত্বরে নিবন্ধনধারী অসহায় ২০ জন প্রকৃত জেলেদের মাঝে দুটি করে  ৪০ টি ছাগল ও ২০ টি খোয়ার ঘরসহ অন্যান্য  উপকরণ  বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস ফরাজী -এর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।  উপজেলা মৎস্য অফিসার মোঃ রেজাউল শরীফ , উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম সহ অন্যান্যরা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে মৎস্য বিভাগ। দেশীয় প্রজাতির মাছ, পুষ্টি গুনের আধার, প্রকৃতির বন্ধু শামুক এ স্লোগানকে সামনে রেখে খাল-বিল বেষ্টিত ৪৯ উপজেলায় প্রাথমিকভাবে চার বছর মেয়াদী দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মাছ একটি অধিক পুষ্টি গুণসম্পন্ন শতভাগ নিরাপদ প্রাণিজ আমিষ। প্রকল্পভূক্ত এলাকায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা।ধানক্ষেতে মাছ চাষ ও স্থানভেদে লাগসই প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা। নিরাপদ মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা। দেশীয় প্রজাতির মাছ চাষের প্রদশর্নী স্থাপন,শামুক, ঝিনুক এবং মুক্তা চাষের প্রদর্শনী স্থাপন। মাছের অভয়যাশ্রম গড়ে তোলা, বিল নার্সারী স্থাপন,মৎস্য আইন বাস্তবায়ন এবং মৎস্য খামার নিবন্ধন করা হচ্ছে এ প্রকল্পের মূল লক্ষ্য। কৃষি উৎপাদন ঠিক রেখে মৎস্য বিভাগ প্রকল্প এলাকায় ১লাখ ৮হাজার ৮শ’৪৭ জন সুফলভোগীর দক্ষতা উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জাজিরা
সর্বশেষ সংবাদ