সিদ্দিক মাহমুদ, পথ দেখানো নিভৃতচারী এক এলবাট্রস

শুভ আহমেদ

আমাদের চারপাশে এমন কিছু কাঙ্ক্ষিত ব্যক্তি থাকেন, যাদের সান্নিধ্য সহজে পেলেও বারবার পেতে ইচ্ছা করে। তাদের কথা শুনতে ইচ্ছা করে, তাদের কাছ থেকে কিছু পেতে ইচ্ছা করে, তার আগে তাদেরকে কিছু উপহার দিয়ে ধন্য হতে ইচ্ছা করে। আবার এমন কিছু ব্যক্তি থাকেন, দূরে, বহুদূরে, যাদের সান্নিধ্য পাওয়াদুঃসাধ্য হলেও, সেই বাধা ডিঙিয়ে তাদের কাছে যেতে ইচ্ছা করে, আবার তাদের কিছু দিতে ইচ্ছা করে, তাদের কাছ থেকে পেতেও মন চায়। আমার জীবনের এমন কিছু ব্যক্তির অন্যতম হলেন স্মরণীয়-বরণীয় কবি-লেখকগণ। যাদের লেখা পড়ে তাদের সাথে তুমুল ঝগড়া করি, সমালোচনা করি, মুগ্ধ হই। যাদের লেখা বারবার পড়ি, এবং যাদের বই সদা আমার পড়ার টেবিলে থাকে। আবার এমন অনেক কবি কিংবা লেখক আছেন, যাদের বই দীর্ঘদিন না পড়েও বুকশেলফে সাজিয়ে রাখতে ভালো লাগে। সেদিকে বারবার তাকাতে ভালো লাগে। মন খারাপ হলে, কিংবা অন্য কোনো বিশেষ মুহূর্তে তাদের বইটা অন্তত বুকশেল্কম্ফ থেকে নামিয়ে ধুলো ঝাড়তে ভালো লাগে; আবার দু’চার পৃষ্ঠা উল্টিয়ে, আবার সযত্নে রেখে দিতে ভালো লাগে। আবার এমনও কাঙ্ক্ষিত লেখক আছেন, যাদের বই নিজের কাছে থাকা সত্ত্বেও কোনো বুকস্টলে দেখলে আবার কিনতে ইচ্ছা করে। তাদের সম্পর্কে লেখা কোনো বই চোখে পড়লে কিনে এনেই গ্রোগ্রাসে পড়তে ইচ্ছা করে।

আজ তেমন একজন প্রচার চাহিদাহীন, নিভৃতচারী আর নিঃসঙ্গ এক লেখকের গল্প বলছি আপনাদের। ১৩০টির বেশী প্রকাশিত বই, সৃজনশীল রিসার্চ এর আলোকিত এলবাট্রস এই মানুষটির নাম সিদ্দিক মাহমুদুর রহমান। যার লেখা আর রিসার্চে শুধু বুক সেলফ ভরে উঠেনি, এর আনর্জাতিক বাজার মুল্যও আমাদের অবাক করবে , বুঝতে পারলে। তার লেখা বই দেশের বাইরে থেকেও সমান সমাদৃত আর সুখ পাঠ্য হয়ে উঠেছে সমান তালেই। প্রচারবিমুখ এই লেখকের সাথে আমার পরিচয় প্রচন্ড্রকম ঝগড়া দিয়েই। তার লেকার সাথে একমত না হতে পেরে আমি আমার কি বোর্ডের উপর ঝড় তুলে তার সাথে সাপে-বেজীতে লেগেছিলাম। লাভ হলো আমারই। জিতে গেলাম আমিই। কারণ আমি তার সাথে আলাপ করতে করতে এক অন্য
মানূষ , এক সাহসী ঠোঁটকাটা তীব্র সত্য বাচনভঙ্গীতে আপ্লুত হয়ে থাকা এক চির তরুণের সন্ধান পেলাম। যার কথার গুঢ় মারপ্যাচ বুঝতে হলে মাথার আর জ্ঞানের লেভেলের সর্বোচ্চ ব্যবহার করা চাই, নইলেই ধপাস।

সিদ্দিক মাহমুদের অগাধ পাণ্ডিত্য আর অনুবাদ আমাকে তার প্রতি আগ্রহী করে তুললো। আমি জানতে শুরু করলাম তার ভেতরের একজন সম্পর্কে। অবাক হয়ে লক্ষ্য করলাম ভেতরে কেবল পুড়ে যাওয়া এক্তা শরীর আছে, সেখানে অনন্ত ক্ষতের সাথে তার মিখের উপরকার ছবি মেলানো বডদ কঠিন। ক্যান্সারের সাথে তীব্র লড়াই করে চলে গেছে একমাত্র সন্তান সায়েম। কিছুদিন আগে তার সহযাত্রী স্ত্রী তাকে বিদায় জানিয়েছেন, হয়েছেন কবরবাসী। ৭৮ পেরুনো এই জ্ঞ্যানের মানুষটি অত্যন্ত ধৈর্য্য আর ত্যাগের মাঝে সততার এক শিক্ষালয় হয়ে দড়িয়ে আছেন। অন্য সবাই যখন নিজের আত্নপরিচয়ে ক্যামেরা আর পত্রিকার পাথায় নিজেদের ছবি আর চটকানো গল্প বলে সিম্প্যাথী কামাচ্ছেন, তখন সিদ্দিক মাহমুদ রাতের পর রাত, আর দিনের আলো সম্বল রেখে লিখেই চলেছেন। মুখ লুকিয়ে থাকা চিলেকোঠার এই সৈনিক তার লেখার সমরাস্ত্রে আমাদের আগামি রণাঙ্গন সাজিয়ে দিয়ে যাচ্ছেন।

তার লেখা সাম্প্রতিক সময়ের ডাক্টিকিটের ইতিহাস নিয়ে একটি বই এখন সবার আলোচনার মূলে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ডাকব্যবস্থা ও ডাকটিকিট’-নিয়ে লেখা বইটি আমাদের ইতিহাসের জন্য এক্তি অনবদ্য দলিল হয়ে উঠেছে। তার অনুবাদ Bangladesher Kobita (Anthology of Poems of Bangladesh) 300 translated poems of 175 Poets Charya Poems (9th Century) to 1990) – নিঃসন্দেহে আমাদের সাহিত্যের সেরা একটি কাজ। যারা সিদ্দিক মাহমুদ সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই দুটি বইয়ের মলাট থেকে শুরু করে পুরো পাঠসুচী তার মেধার গভীরতা জানান দেয়।

সিদ্দিক মাহমুদের পিতা মরহুম ফজলুর রহমান প্রথমে শিক্ষা বিভাগ ও পরে পররাষ্ট্র দপ্তর, সবশেষে বেনাপোল সীমান্তে কাস্টমস্ লিয়াজো অফিসার ছিলেন। পিতা-মাতার কনিষ্ঠ সন্তান সিদ্দিক মাহমুদুর রহমান সেপ্টেম্বর ৪, ১৯৪৬ যশোরের খড়কিতে জন্মগ্রহণ করেন। সরকারী চাকুরীজীবি পিতা ও গৃহিনী মাতার সন্তান সিদ্দিক মাহমুদুর রহমান পারিবারিক সাংস্কৃতির
প্রভাবে শিশুকাল অতিবাহিত করেন। প্রথম এক বৎসর জন্মস্থান যশোরের খড়কি ও পরবর্তী চার বৎসর বাবার চাকুরীসূত্রে ঢাকায় অবস্থান করেন।

তিনি পিতার চাকুরীসূত্রে কলকাতায় স্কুল জীবন অতিবাহিত করেন। তাঁরা বিশিষ্ট সাহিত্য-গবেষক কাজী আবদুল ওদুদের বাসায় ভাড়া থাকতেন। সিদ্দিক দীর্ঘদিন কাজি আবদুল ওদুদের লাইব্রেরীতে রাখা বইপত্র পড়তেন। কাজি আবদুল ওদুদের কাছে বিশিষ্ট সব সাহিত্যিক সাহিত্যবিষয়ক আলোচনা ও ঘরোয়া সমাবেশ করতে আসতেন। মনোজ বসু, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, ইলিশমারীর চর খ্যাত আব্দুল জব্বার, বুদ্ধদেব বসু, মনোজ বসু, সুমথনাথ ঘোষ, গজেন্দ্রনাথ মিত্ররা আসতেন। গভীর জ্ঞানভিত্তিক সাহিত্যবিষয়ক আলোচনা চলতো। এমন সমাবেশে সিদ্দিক ছিলেনএকনিষ্ঠ শ্রোতা। বাবা মোহাম্মদ ফজলুর রহমান বেশ কিছু শিশুতোষ রচনা করে গেছেন। সাজেদা রহমান বিশ্বভারতী থেকে আদ্যভারতী পাশ করেন, এ সময়ে তিনি দীর্ঘকাল অসুস্থ থাকেন। সুস্থ হয়ে ওঠার পর তিনি হোমিওপ্যাথিতে এইচএমবি ডিগ্রি অর্জন করেন ও প্রতিবেশী ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে থাকেন। তিনি দীর্ঘকাল সাহিত্য রচনা করে গেছেন।

সিদ্দিক কলকাতা থেকে ১৯৬৫ সালে স্কুল ফাইনাল উত্তীর্ণ হওয়ার পর তাঁর নানা বাড়ি যশোরে এসে যশোর মাইকেল মধুসূদন কলেজে ভর্তি হন। তাঁর বড় বোন সেলিমা খাতুন প্রথমে যশোর মাইকেল মধুসূদন কলেজে ভূগোল বিষয়ে প্রভাষক ও পরে যশোর মহিলা কলেজ স্থাপিত হলে কলেজটির অধ্যক্ষ নিযুক্ত হন।

সিদ্দিক যশোর মাইকেল মধুসূদন কলেজ থেকে ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক ও ১৯৬৯ সালে যশোর মাইকেল মধুসূদন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বিশিষ্ট গ্রন্থাগারিক ও গবেষক মোঃ শরীফ হোসেনের সান্নিদ্ধে আসেন। তাঁর অনুপ্রেরণায় যশোরের সাহিত্য বাসরের সাথে সম্পৃক্ত হন। এ সময়ে তাঁর বেশ কিছু লেখা স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সিদ্দিক ১৯৭০-৭১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর শ্রেণীতে পড়াকালীন মুক্তিযুদ্ধের কারণে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারেননি। সিদ্দিক ১৯৬৬ থেকে ১৯৮০ পর্যন্ত ‘প্রাচ্যবানী’ (Asian Voice) নামে একটি পত্রমিতালী পত্রিকা প্রকাশ করতে থাকেন।

মুক্তিযুদ্ধের সময় বাসস্থান লুট হওয়ায় তাঁর সকল সাহিত্যকর্ম, দুর্লভ ডাকটিকিট ও মুদ্রার বিপুল সংগ্রহ লুট হয়ে যায়। মুক্তিযুদ্ধের পর পিতা অন্ধ হয়ে গেলে পরিবারের কাজকর্মে সহায়তা করার জন্য তার উচ্চশিক্ষা বাদ দিয়ে বড় বোন ও পিতামাতার পাশে থেকে যান। ১৯৭৪ সালে তিনি একক উদ্যোগে যশোরে একটি ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন করেন। উক্ত
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে তৎকালীন জেলা প্রকাশক এম আখতার আলী ও বিশেষ অতিথি হিসেবে পশ্চিমাঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল নূর মোহাম্মদ আকন উপস্থিত ছিলেন। শহরের বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাধীনতার পর তিনি যশোরের মূরলীতে দানবীর হাজী মোহাম্মদ মহসিন উচ্চবিদ্যালয় স্থাপনে ভূমিকা রাখেন। ঐ স্কুলে তিনি কিছুকাল শিক্ষকতাও করেন। পরে বড়বোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করলে তিনি রাজশাহীতে বোনের কাছে চলে যান। সিদ্দিক ১৯৭৬ ও ১৯৮০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি যথাক্রমে
বিএড ও ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর সিদ্দিক মাহমুদুর রহমান ঢাকায় এসে ১৯৮০ সালে এডরুক লিমিটেড-এ কর্মজীবন আরম্ভ করেন। একই সাথে তিনি ঢাকার ডাকটিকিট সংগ্রহ আন্দোলন ও সাহিত্য অঙ্গনের সাথে সম্পৃক্ত হন। এ সময়ে তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র ও কথাশিল্পী সংসদের সাথে সম্পৃক্ত হন।
১৯৮৩ সালে তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালিত ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড রিহ্যাবিলিটেশন অব ডায়াবেটিস, এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ডিজঅর্ডাস’ (বারডেম)-এ পর্যায়ক্রমে প্রকাশনা কর্মকর্তা, সিনিয়ার প্রকাশনা কর্মকর্তা ও সহকারী পরিচালক, প্রকাশনা ও মুদ্রণ হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সংখ্যক একাডেমিক, সচেতনামূলক বই, পুস্তিকা, মনোগ্রাফ, ম্যানুয়াল, গাইড বই প্রকাশিত হয়। এছাড়া প্রতিষ্ঠানটির হাসপাতালের আড়াই শতাধিক ফর্ম, প্যাড, রিপোর্ট, মানি রশিদ, বিভিন্ন আকৃতির খাম ও নানা প্রকার মুদ্রণ সামগ্রী তাঁর তত্ত্বাবধানে প্রস্তুত ও প্রকাশিত হতো। তা’ছাড়া হাসপাতালের নানা অন্যায়, অনিয়ম, অপরাধ বিষয়ের নানা তদন্ত কার্যও তিনি সাফল্যের সাথে সমাধান করেন। হাসপাতালের বাতিল সামগ্রী ও বর্জ্য ব্যবস্থাপনাতেও তিনি
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮৯ সালে বারডেম ও ইন্টারনাশনাল ডায়াবেটিক ফেডারেশনের যৌথ উদ্যোগে ডায়বেটিস, এন্ডোক্রাইন ও মেটাবলিক ডিসঅর্ডার-এর চতুর্থ কংগ্রেস অনুষ্ঠিত হয়. সিদ্দিক এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেন ও সম্মেলনটির ‘স্যুভেনিয়ার’ ও ‘এবসট্রাক্ট’ প্রকাশে ভূমিকা রাখেন। এক সময় সিদ্দিক বারডেম হাসপাতালের অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নিযুক্ত হন ও ডা. ইব্রহিমের প্রয়ানের পর ১০ বৎসরে ডা. ইব্রহিমের প্রয়াণ দিবসে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পত্রিকা ‘কান্তি’-র পরবর্তী দশটি বিশেষ স্মারক সংখ্যা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ডায়াবেটিক
সমিতির ডা. ইব্রহিম ষ্মারক বক্তৃতা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ও তাঁর তত্ত্বাবধানে ‘ডা. ইব্রহিম স্মারক গ্রন্থ’ প্রকাশিত হয়। তাঁর তত্ত্বাবধানে বারডেমের চতুর্মাসিক নিউজলেটার ‘কান্তি’- এক সময় ত্রৈমাসিক ও পরে দ্বিমাসিক নিউজলেটার হিসেবে প্রকাশিত হতে থাকে। ডা. ইব্রহিমের প্রয়ানের পর ‘কান্তি’ পত্রিকাটি ম্যাগাজিন আকারে স্বাস্থ্য সচেতনতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহায়িকা হিসেবে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। সিদ্দিক মাহমুদুর রহমান এই পত্রিকাতে নিয়মিত স্বাস্থ্য সচেতনতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ বিষয়ক বিদেশী প্রবন্ধের অনুবাদ যুক্ত করতেন।

এ সময়ে তিনি কম্পিউটারে পারদর্শীতা অর্জন করেন। পরবর্তীতে তিনি বারডেম হাসপাতাল, পিজি হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের বিভিন্ন থিসিস, ডিসার্টেশন, লেকচার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রস্তুত করে দিতেন. অনেক ডাক্তারের পেশাভিত্তিক বই রচনা ও প্রকাশনাতেও ভূমিকা রাখেন।

সিদ্দিক ২০০৩ সালে বারডেম থেকে অবসর গ্রহণের পর Triune Group প্রতিষ্ঠানে যোগ দেন। এই প্রতিষ্ঠান পরিচালিত দেশের বিশিষ্ট বিমান, পর্যটন, হোটেল ও ব্যাংকভিত্তিক পাক্ষিক সাময়িক পত্রিকা Bangladesh Monitor ও Dhaka Calling -এর ‘নিউজ এডিটর’ হিসেবে কাজ করতে থাকেন। একই সাথে তাঁকে Emirates Airways, Qatar Airways, Singapore Medicine, Singapore Tourism এবং Raffles Hospital সংস্থাসমূহ সহ আরও বেশ কয়েকটি সংস্থার ঢাকা প্রতিনিধির জনসংযোগ কার্যক্রমের অধীন সংস্থাসমূহের প্রচুর প্রেস রিলিজ বাংলায় অনুবাদ করে দেশের পত্রিকায় প্রকাশের উদ্যোগ নেন ও ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মের সাথে যুক্ত ছিলেন। তিনি Triune Group-এর Medexpo, Cotopex, Dhaka Travel
Mart সহ বেশ কিছু আন্তর্জাতিক মানের প্রদর্শনী আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি ১৯৮৭ থেকে বাংলাদেশ সম্পাদনা ও প্রকাশনা সমিতির সাথে যুক্ত হন ও দেশে সম্পাদনা ও প্রকাশনা পেশার উন্নয়নে দীর্ঘকাল কাজ করেন। বাংলাদেশ সম্পাদনা ও প্রকাশনা সমিতির সহযোগিতাতে https://www.banglajol.info গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ সম্পাদনা ও প্রকাশনা সমিতির উদ্যোগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠিত হয়!

২০১৯-২০২০ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের আমন্ত্রণক্রমে ছুটিজনিত শূন্যপদে তিনি দেড় বৎসর শিক্ষকতা করেন। সিদ্দিক বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক এসোসিয়েশনের সহ-সভাপতি পদে আসীন ছিলেন, তিনি উক্ত সমিতির জীবন সদস্য, ফিলাটেলিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সদস্য, বাংলাদেশ সম্পাদনা ও প্রকাশনা সমিতির জীবন সদস্য ও কার্যনির্বাহী পরিষদের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলা একাডেমী,
এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইতিহাস সমিতির জীবন সদসপদ লাভ করেন। তিনি দীর্ঘকাল এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ ও বাংলাদেশ ইতিহাস সমিতির বিভিন্ন গবেষণা প্রকল্পের সাথেও সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশের ডাকব্যবস্থা, ডাকটিকিট, ধাতব ও কাগজি মুদ্রা নিয়ে সিদ্দিক মাহমুদের দীর্ঘ ৩৫ বৎসরের গবেষণার স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের রয়েল এশিয়াটিক সোসাইটি তাঁকে উক্ত প্রতিষ্ঠানের ‘ফেলো’ নির্বাচিত করে।

সিদ্দিক মাহমুদুর রহমান কিশোরকাল থেকে ডাকটিকিট সংগ্রহ করতেন। আশির দশকে ঢাকায় আসার পর চাকুরীর পাশাপাশি বাংলাদেশ ডাকব্যবস্থা, বাংলাদেশ ডাকটিকিট, বাংলাদেশের আধুনিক ধাতব ও কাগজি মুদ্রার ওপর গবেষণায় নিয়োজিত হয়ে পড়েন এবং কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ প্রকাশ করেন।

ডাকটিকিট সংগ্রহ করতে গিয়েই তিনি সম্পূর্ণ উপেক্ষিত বিষয় বাংলাদেশ ডাকব্যবস্থা, ডাকটিকিট, সাম্প্রতিক ধাতব ও কাগজি মুদ্রা প্রভৃতি বিষয়ের ওপর গভীর আকর্ষণ অনুভব করেন এবং ১৯৮৬ সাল থেকে গবেষণা করে আসছেন। এই সকল বিষয়ের গবেষণা, প্রকাশনা ও পাঠ্যবিষয় হিসেবে তুলে ধরার কাজে সিদ্দিক মাহমুদুর রহমান আত্মনিয়োগ করেন। তিনিই এই সকল বিষয়ে একমাত্র পথিকৃত ব্যক্তিত্ব।

এ যাবত বাংলাদেশ ডাকব্যবস্থা ও ডাকটিকিট বিষয়ক বাংলাদেশ থেকে প্রকাশিত সকল গবেষণা গ্রন্থ ও গবেষণাপত্র তাঁর গবেষণালবব্ধ ফসল। এ বিষয়টিতে তিনিই একমাত্র পথিকৃত ব্যক্তিত্ব। এ যাবত বাংলাদেশ ডাকব্যবস্থা, ডাকটিকিট, ধাতব ও
কাগজি মুদ্রা বিষয়ক সকল প্রকাশনাই তাঁর একক গবেষণার ফল।

তার গবেষণা
1| A History of Bangladesh Philately 1971-1985, 1986;
2| Bangladesh Stamp and Postal History, 1988;
3| Nobel Laureate Rabindranath Tagore through Philately,
1992,
4| Rotary Movement in Bangladesh through Philately, 1993;
৫। বাংলাদেশের ফিলাটেলির দুই দশক, ১৯৯১;
৬। বাংলাদেশের ডাকব্যবস্থা, ১৯৯৫;
৭। বাংলাদেশের ডাকটিকিট, ১৯৯৫;
8| Postage Stamps of Bangladesh (Philatelic Software), 2002;
9| Eminent Personalities of Bangladesh (Multimedia Software),
2003;
10| K G Mustafa and his Exceptional Designs, Theme O
Graph, 2008;
১১. বাংলাদেশের ডাকব্যবস্থা, ২য় সংস্করণ, ২০০৯;
12. Postage Stamps of Bangladesh 1971-2008, 2009;
13| Cowri to Taka -Evolution of Coins and Currencies of
Bangladesh. 2011,
১৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ডাকব্যবস্থা ও
ডাকটিকিট, ২০১২;
15| Tagore Philately, 2013,
16| Postage Stamps of Bangladesh 1971-2013 (Philatelic
Software), 2014,
17| Post Office Rubberprint ‘Bangladesh’ on Pakistan
Stamps and Postal Stationary 1971-1974, 2015,
18| Bangladesh Postage Stamps Catalogue 1971-2016,
2016;
19| Bangabandhu on stamps, coins and currencies, 2018.
20| Bangladesh First Day Cover Catalogue 1971-2019,
2019
২১। দুর্দিনের অশ্রু ধারা, মুক্তিযুদ্ধে নিহত, আহত ও
নিখোজ ব্যক্তিদের কথা, ২০২০
২২। শতবর্ষে বঙ্গবন্ধু, ডাকটিকেট, ধাতব ও কাগজী
মুদ্রায়, ২০২১
২৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ডাকব্যবস্থা ও
ডাকটিকিট, ২০২২
২৪। কড়ি থেকে টাকা, বাংলাদেশের ধাতব ও কাগিজি
মুদ্রার বিবর্তন, ২০২২
২৫। বাংলাদেশের ডাকব্যবস্থা, ২০২৩

২৬। শহীদ বুদ্ধিজীবী, ২০২৩
27. Bangladesh Postage Stamps, Catalogue 1971-2023,
28. Bangalee Personalities on Bangladesh Postage Stamps
1971-2023,
29. Five Decades of Bangladesh Philately, 2023,
30. Commemorative Currency Notes and Coins of
Bangladesh, 2023.

ডাকটিকিট ও মুদ্রাসংক্রান্ত বিষয়ে প্রকাশিত গবেষণাপত্র :
a. Postage Stamps during the Liberation War of Bangladesh (Co-author), Bangladesh Historical Studies, Vols. XV-XVI, 1991-
1995, pp. 113-126;
b. Postal Service during the East India Company’s rule in Bengal, Bangladesh Historical Studies, Vol. XIX, 2002, pp. 43-69;
c.
https://bn.banglapedia.org/index.php/%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95_%E0%A6%AF%E0%A6%BE%E0
%A6%A6%E0%A7%81%E0%A6%98%E0%A6%B0
d.
https://bn.banglapedia.org/index.php/%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF%E0
%A6%95%E0%A6%BF%E0%A6%9F
e.
https://bn.banglapedia.org/index.php/%E0%A6%87%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0
%A6%B9%E0%A6%BF%E0%A6%AE,_%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE
%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A
f.
https://bn.banglapedia.org/index.php/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A1%E0%A7%87%E0
%A6%AE
g. History of Postage Stamps of Bangladesh in Postage Stamps of Bangladesh 2002-2007, Postal Directorate, Bangladesh Post
Office, 2008,
h. Postal History of Dhaka City, 400 Years of Capital Dhaka and Beyond, Sharif Uddin Ahmed and Abdul Monin Chowdhury
(edited), ASB, May, 2011,
i. রাজধানী ঢাকার ডাকব্যবস্থা, রাজধানী ঢাকার ৪০০ বছর ও উত্তরকাল, ২০১২,
j. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ডাকব্যবস্থা ও ডাকটিকিট (Postal History and Postage Stamps of Bangladesh during the
Liberation War), in Journal of the Historical Society of Bangladesh, 33-34 vol., 2010, 212-236,
k. বাংলাদেশের কাগজি মুদ্রার পূর্বসংযুক্তি ও ক্রমিক সংখ্যা: ইতিহাসের নবতর অধ্যায়, in Journal of the Historical
Society of Bangladesh, 35-36 vol., 2014, 302-316,
বিভিন্ন সম্মেলন ও সেমিনারে উপস্থপিত গবেষণাপত্র:
a. Postage Stamps during the Liberation War of Bangladesh, Annual Conference of Historical Society of
Bangladesh, at Jahangirnagar University, 26 September, 1994;
b. Postal History of Bangladesh: A Compendium, Dept. of History, Dhaka University, June 2, 2009;
c. Postal History of Dhaka City, International Conference of History, Heritage and Urban Issues of Capital Dhaka, 17
February, 2010;
d. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ডাকব্যবস্থা ও ডাকটিকিট (Postal History and Postage Stamps of Bangladesh during the
Liberation War), Conference of Bangladesh Historical Society, held at Bogra, March 28, 2011;
e. বাংলাদেশের কাগজি মুদ্রার পূর্বসংযুক্তি ও ক্রমিক সংখ্যা: ইতিহাসের নবতর অধ্যায়, Conference of Bangladesh
Itihash Samity, held at Khulna, November 28, 2012,
f. Paper Money of Bangladesh during Provisional Period- December 1971 – March 1974, Conference of
Bangladesh Itihash Samity, held at Dhaka, May 15-16, 2015.
Abyev` Kg©
wmwÏK GKRb `¶ I Aš—`©…wóm¤cbœ Abyev`K Ges KweZv Abyev‡` wZwb AmvaviY `¶Zv
AR©b K‡i‡Qb| wZwb evsjv mvwnZ¨ Bs‡iwR fvlvq Abyev` K‡i we‡`‡k cÖPv‡ii D‡`¨vM †bb|
evsjv mvwnZ¨, we‡kl K‡i evsjv KweZv Bs‡iwR‡Z Abyev` Ki‡Z e¨c„Z nb| 1987 mvj †_‡K
wZwb Abyev` Ki‡Z _v‡Kb| G hveZ 4,800 evsjv KweZvi Bs‡iwR Abyev` cÖKv‡ki D‡`¨vM
†bb|
(বাংলা থেকে ইংরেজী):
1. Poems of Bangladesh, 2003,
2. Shahabuddin Nagari's Poems, 2004;
3. Selected Poems, 2006,
4. Poems of Bimal Guha, 2008;
5. Fifty Poems of Rabindra Gope, 2009;
6. Midnight Locomotives and Other Poems, 2010,

7. Tribute to Bangabandhu, 2010,
8. Fifty Poems of Murshida Ahmed, 2013,
9. Ekushey February, 2014,
10. Selected Poems of Aslam Sany, 2014,
11. Selected Poems of Maleka Ferdaus, 2014,

12. Bangladesher Kobita, Anthology of Poems of
Bangladesh: Twentieth Century, 2014,
13. Short Stories of Akhtarun Nahar Alo, 2014,
14. Selected Poems of Quazi Rosy. 2014,
15. Flowers, Birds and Rivers are in Danger, Hasan
Hafiz, 2014,
16. Golden Realms of Poetry, Bangladesh, 2015,
17. A Bluish Night and other Poems, 2015,
18. Selected Poems of Matin Bairagi & Farid Ahmed
Dulal, 2015,
19. Hundred Poems of Mosarraf Hossain Bhuyian,
2015,
20. Nitu’r Diary, 2016,
21. Theory of Digital Country, 2016,
22. The Interim Desire and Other Poems, 2016,
23. Poems of Sarkar Mahbub, 2017,
24. Suhasini Megh Aeso, 2017
25. Dekhokabbyo, 2017,
26. Under the Blue Roof, 2018
27. The Smell of Dust, 2018
28. Gazals of Monirudin Yusuf, 2018
29. Poems of Quazi Johirul Islam, 2018
30. Three Marks of Silence, 2019,
31. 100 Poems of Alam Siddique, 2019,
32. Abu Zubaer, Dark in the Interior, 2019,
33. Murshida Ahmed, There’s No One Around, 2019,
34. Shamim Al Amin, The Deep Night Sky, 2019
(ইংরেজী থেকে বাংলা):
১. পাখি, ১৯৯১;
২. ভাল মেয়ে, ২০০০;
৩. স্বর্গ মরীচিকা, ২০০১;
৪. মোগল সিংহ বাবর, ২০১১,
৫. হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক
বিষয়, ২০১৩,
৬. সেরা বিদেশী রহস্য গল্প, ২০১৫,
৭. অ্যান ফ্র্যাংকের ডায়ারী, ২০১৫,
৮. ড্রাকুলা, ২০১৫,
৯. রবিন হুড, ২০১৫,
১০. অকৃতজ্ঞ অভিসারিকা, ২০১৭,
১১. সুবে বাংলার জমিদার ও জমিদারী, ১৭০৭-১৭৭০,
২০১৭
১২. অবলোকিতেশ্বর, ২০১৭
১৩. দৈনন্দিন জীবনে ব্যবহারিক হাদিস, ২০১৭
১৪. দি বার্ডস, ২০১৮
১৫. মন্টে ভেরিটা, ২০১৮
১৬. পশ্চিম আফ্রিকার উপকথা, ২০১৯
১৭. রুশ রূপকথা, ২০১৯,
১৮. দি স্টারি নাইট, ২০১৯
১৯. ড্রাকুলা, ২০১৯,
২০. রবিন হুড, ২০১৯,
২১. হাইকু কাব্য আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য,
২০১৯
২২. প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, ২০১৯
২৩. মন্টে ভেরিটা, ২০১৮,

২৪. নিঃসঙ্গ সাদা পাল, ২০২০
২৫. ফেনার রাজ্য, ২০২০
২৬. মহানবীর মহাবাণী, ২০২০
২৭. সম্পাদনা ও প্রকাশনা সমিতির সাথে চৌত্রিশ
বছর ১৯৮৬-২০২০, ২০২০
২৮. একটুকরো হলুদ কাগজ ও অন্যান্য গল্প, ২০২০
২৯। বিড়ালের শহর ও অন্যান্য গল্প, ২০২২
৩০। কিস মি স্ট্রেঞ্জার এন্ড লিটল ফটোগ্রাফার,
২০২২
৩১। রেইপ অব ইন্ডিয়া, ২০২৩
৩২। বিশ্বসেরা এক শ’ জন দার্শনিক

সাহিত্যকর্ম:
১. নাই কিরে সুখ (গল্পগ্রন্থ), ১৯৯৭;
২. আর একটু সময় (কাব্যগ্রন্থ), ২০০৪;
৩. সে আমার গোপন কথা (উপন্যাস), ২০০৮,
৪. সায়েম মাহমুদের নিষ্ফল দ্বৈরথ (উপন্যাস), রূপ
প্রকাশন, ২০১০;
৫. এই দিন সেই দিন (উপন্যাস), রূপ প্রকাশন,
২০১০;
৬. মিথ্যে গল্প (শিশুতোষ গল্প), মিজান পাবলিশার্স,
২০০৮;
৭. সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা (প্রবন্ধ), গাজী
পাবলিশার্স, ২০১২,
৮. ফরাসী বিপ্লব, সূচিপত্র, ২০১৫;
৯. পলাতক কাল (উপন্যাস), সাহিত্য বিলাস, ২০১৬,
১০. কলকাতা, ও কলকাতা, দ্বীপজ, ২০১৭;
১১. কিশোর সমগ্র, ২০২২
১২। পাঁচ সুরা ও আমপারা, ২০২২,
১৩। জিপসি জীবন- কোলকাতা ও কোলকাতা, ২০২৩
১৪। জিপসি জীবন- যশোরের দিনগুলি (যন্ত্রস্থ)

ই-বুক

১. সায়েম মাহমুদের নিষ্ফল দ্বৈরথ,
২. পলাতক কাল,
৩। ভাল মেয়ে,
৪। পথে প্রান্তরে,
৫। রাত বলেছে যাই,
৬. Zahir Raihan – Two Novellettes
প্রকাশিত প্রবন্ধসমূহ:
ক. বাংলা খাবার- ১. দক্ষিণ এশিয়ার অনন্য খাদ্য সম্ভার, তাহেরা ওয়াহিদ সম্পাদিত সুস্বাদু রকমারী খাবার গ্রন্থে
সংযোজিত, মনিটর পাবলিকেশসনস, ঢাকা, ৮ জুন ২০০৭।
খ. মহিরুহ দর্শনের অভিজ্ঞতা, দৈনিক আমার দেশ, অক্টোবর ১৪, ১৫ অক্টোবর, ২০১১;
গ. কাজী আব্দুল ওয়াদুদের সাথে আমার সম্পৃক্ততা, দৈনিক আমার দেশ, অক্টোবর ২১, ২৮, নভেম্বর ১১, ২০১১।
ঘ. ওয়র্ডসওয়র্থের প্রিফেস ট্যু লিরিক্যাল ব্যালাডসের পটভূমি, দৈনিক আমার দেশ, জানুয়ারী ৬, ২০১২।
ঙ. হাইকু: একটি আন্দোলন, একটি কাব্য ঐতিহ্য, দৈনিক আমার দেশ, জানুয়ারী ২৮, ২০১২।
চ. https://sarabangla.net/post/sb-668715/?fbclid=IwAR0ARg2Vw2XZvGP2Vbvf8huftrejrlXHPtZID-AjD29RWlKc0q-
Y6MJzFVQ
ছ. https://sarabangla.net/post/sb-662624/?fbclid=IwAR3abX1Ylm51TgvtIl8n8taQUIDksd7a40ydbo
VQFKwCYlXlT2mzTyo0qBE
জ. https://sarabangla.net/post/sb-479434/?fbclid=IwAR0QyzzYvJjOUZR6Ixo0ltOpoyVJwe66NX57UA–
G8ig3D18jC6MLMGRhdU
ঝ. https://www.facebook.com/groups/pencilglobal/?multi_permalinks=3587044708250854&notif_id=168206331625 6384&
notif_t=feedback_reaction_generic&ref=notif
সম্পাদনা:
১. প্রহেলিকা – ফজলুর রহমান (ধাঁধা ও হেয়ালি), ১৯৭৪;
২. ব্যাং চ্যাপটা- ফজলুর রহমান (ছড়া গ্রন্থ), ২০০০;
৩. Selected Poems, ২০০৬;
৪. Anthology of Poems of South Asian Countries, ২০১০;
৫. সুকুমার রায়ের রচনা সমগ্র, ১ম ও ২য় খন্ড, ২০১২,
৬. Ishtiaque Ahmed Khan, One Taka Inland Envelope: A Comprehensive Study, ২০১৪
৭. Meter Franking Cancellations of Bangladesh, ২০১৫
ডায়াবেটিক সমিতিতে থাকাকালীন তিনি প্রাতিষ্ঠানিক প্রকাশনায় সম্পদনা ও প্রকাশনায় সহায়তা প্রদান
করেন
১. ডায়াবেটিসের জটিলতা ও প্রতিকার, স্বাস্থ্য সচেতনতা-মূলক গ্রন্থ
২. কান্তি স্বাস্থ্য সংবাদ-ভিত্তিক সাময়িক পত্রিকা
৩. ডা. মোঃ ইব্রহিম স্মারক গ্রন্থ
৪. খাদ্য, পুষ্টি রোগব্যাধি স্বাস্থ্য সচেতনতামূলক খাদ্য নির্দেশিকা
৫. গর্ভাবস্থা ও ডায়াবেটিস গর্ভকালীন স্বাস্থ্য সচেতনতামূলক খাদ্য নির্দেশিকা
৬. Diabetes Mellitus – একাডেমিক গ্রন্থ
৭. Diabetic Retinopathy – একাডেমিক গ্রন্থ
৮. শান্তি, সুমন ও ডায়াবেটিস – শিশুতোষ স্বাস্থ্য সচেতনতা মূলক গ্রন্থ
৯. আপনার শিশুর যখন ডায়াবেটিস সচেতনতামূলক গ্রন্থ
১০. Diabetic and Eye – একাডেমিক গ্রন্থ
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড
1. Published ‘Asian Voice’ Pen-friendship magazine (1966-1980).
2. Worked as Executive Member of Bangladesh Philatelic Society, 1972-1975

3. Acted as Vice President, Bangladesh National Philatelic Association, 1976-2006
4. Organized first stamp exhibition in Jessore, 1974.
5. Acted as a Committee member, First Bangladesh National Philatelic Exhibition – Banglapex, 1984.
6. Acted as a Organizing member of stamp exhibition held on First SARC Summit, 1985.
7. Acted as a Organizing member of Bangladesh National Philatelic Exhibition (Banglapex), 1992
8. Edited the Banglapex Exhibition Souvenir, 1992.
9. Given editing and printing consultancy in publishing following books –
a) Essence of Endocrinology – National Professor M.R. Khan & Dr. Tofail Ahmed
b) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দর্শন – ইসতিয়াক আহমেদ খান (Principles of Scientific Management – F W
Taylor),
c) তামাকপাতা ও ধূমপান – Dr. Arup Ratan Chowdhury
d) দাঁত ও মুখের স্বাস্থ্য – Dr. Arup Ratan Chowdhury
e) ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিকার – Dr. Md. Rafiqul Islam
e) Paper Money of Bangladesh – Mohammad Jahirul Islam
f) SOPM for Clinical Laboratories – Dr. Bushra Binte Alam
পুরষ্কার:
সিদ্দিক মাহমুদুর রহমানের প্রকাশিত একাধিক গ্রন্থ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, চীন,
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ডাকব্যবস্থা বিষয়ক প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে
এবং তিনি ১৩ টি আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেন।
1. Large Silver Medal award for Bangalee Personalities on Bangladesh Postage Stamps 1971-2023, Peshawar, Pakistan,
2024.
2. Silver Medal award for Bangladesh Postage Stamps, Catalogue 1971-2023, Sharjah, 2023.
3. Silver Medal award for Bangalee Personalities on Bangladesh Postage Stamps 1971-2023, Sharjah, 2023.
4. Silver Medal award for Five Decades of Bangladesh Philately, 2023, Sharjah, 2023.
5. Life Time Achievement Award for the Dedication and Contribution to Philately, Philatelic Society of Bangladesh,
Dhaka, 2 June 2023
6. Silver Medal award for Bangladesh First Day Cover Catalogue 1971-2019, New Zealand, FIAP, 2020
7. সাহিত্য সম্মাননা, বিদ্যানন্দ প্রকাশনী, ২০১৮
8. ভাষা রূপান্তর ও গবেষণার জন্য দ্বীপজ একুশে পদক, দ্বীপজ প্রকাশনী , ২০১৭
9. অনুবাদে সার্বিক অবদানের জন্য বাংলাদেশ সম্মাননা, পদক্ষেপ, বাংলাদেশ, ২০১৭
10. কবি ও অনুবাদক, স্মীকৃতি স্মারক, দেশ পাবলিকেশন্স, ২০১৬
11. Silver Medal award for Bangladesh Postage Stamps Catalogue 1971-2016, Malaysia, FIAP, 2016.
12. Silver Medal award for Post Office Rubberprint ‘Bangladesh’ on Pakistan Stamps and Postal Stationary 1971-1974,
Thailand, FIAP 2016,
13. Large Silver Medal award for Post Office Rubberprint ‘Bangladesh’ on Pakistan Stamps and Postal Stationary 1971-
1974, New York, APS & FIP, 2016,.
14. Silver Bronze for One Taka Inland Envelope: A Comprehensive Study’ from Brasiliana, organised by APS & FIP, 2013
15. Silver for One Taka Inland Envelope: A Comprehensive Study from Malaysia, organised by FIAP, 2014
16. Vermeil Medal award for One Taka Inland Envelope from StampShow organised by APS & FIP, 2013,
17. Silver Medal award for Rabindra Philately, from StampShow organised by APS & FIP, 2013
18. Silver medal award for Postage Stamps of Bangladesh 1971-2008 from American Philatelic Society, USA, in 2010,
19. Silver Bronze award for Artist K G Mustafa and his Exceptional Designs from 22nd Asian International Stamps
Exhibition held at Jakarta, Indonesia, under the patronage of FIAP, in 2008,
20. বাংলা একাডেমীর লেখক অভিধানে নাম অন্তর্ভূক্ত, ২০০৮।
21. Silver Bronze medal award for Postage Stamps of Bangladesh 1971-2008 philatelic software from Australian Philatelic
Explorer, in 2005.
22. বাংলা একাডেমীর লেখক অভিধানে নাম অন্তর্ভূক্ত, ২০০০
23. Silver Bronze medal award for Bangladesh Stamps and Postal History from Australian Philatelic Federation in 1993.
24. বিশেষ পুরষ্কার, ‘বাংলাপেক্স ‘৯২’ জাতীয় ডাকটিকিট প্রদর্শনী ১৯৯২
25. বিশেষ পুরষ্কার, খুলনাপেক্স ’৯২ আঞ্চলিক ডাকটিকিট প্রদর্শনী ১৯৯২
26. Silver Bronze medal award for Bangladesh Stamps and Postal History, from CSP Museum, in 1990,
27. Bronze medal award for Bangladesh Stamps and Postal History from American Philatelic Society, USA, in 1990
28. বিশেষ পুরষ্কার, ‘বাংলাপেক্স ‘৮৪’ জাতীয় ডাকটিকিট প্রদর্শনী ১৯৮৪,

সদস্যপদ:
1. Adjunct Faculty Member, Department of Printing and Publication, University of Dhaka,
2. Fellow, Royal Asiatic Society, UK,
3. ডোনার, টাকা যাদুঘর, মিরপুর ২, ঢাকা,
4. ডোনার, ঢাকা শিশু হাসপাতাল, শ্যামলী, ঢাকা,
5. প্রধান নির্বাহী www.trulybangladesh.net, ২০০৬ সাল থেকে প্রচারিত ওয়েব-সাহিত্য পত্রিকা,
6. সভাপতি ও প্রধান গবেষক, Bangladesh Institute of Philatelic Studies (BIPS);
7. জীবন সদস্য, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
8. জীবন সদস্য, বাংলাদেশ ইতিহাস সমিতি,
9. জীবন সদস্য, বাংলা একাডেমী,
10. জীবন সদস্য, বাংলাদেশ সম্পাদনা ও প্রকাশনা সমিতি,
11. জীবন সদস্য, বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক এসোসিয়েশন,
12. সাম্মানিক উপেদেষ্টা, ফিলাটেলিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ,
13. নির্বাহী সদস্য, বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশন,
14. Honorary Contributor, Scott Stamp Catalogue, Bangladesh Section, Scott Publishing House, USA, 1993-2021,
15. Honorary Contributor, International Philatelic Museum, UK

একাকী লড়াই করে পথ দেখানো এই নিভৃতচারী এল্বাট্রস বেঁচে থাকুন , দীর্ঘায়ূ হোন। আলোকিত করুন আমাদের আগামীর আগামীকে, এটুকুই প্রার্থনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পথ দেখানো নিভৃতচারী এক এলবাট্রস * সিদ্দিক মাহমুদ
সর্বশেষ সংবাদ