মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধুর মুত্যু হয়েছে। শুক্রবার সকালে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছি দক্ষিনপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। মৃত রাহিমা খাতুন ওই গ্রামের সমুজ আলীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির ও প্রতিবেশিরা জানান,সকালের দিকে রহিমা খাতুন বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন, বাথরুমের টেঙ্কিতে পানি উঠানোর জন্য মোটরের সুইজ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দীর্ঘক্ষন মোটর চলার শব্দ শুনে তার স্বামী সমুজ আলী ঘর থেকে বাহিরে বের হয়ে দেখেন স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাড়িয়ে আছে। বিদ্যুৎতের মেইন সুইজ বন্ধ করার পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মহেশপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সর্বশেষ সংবাদ