ঈদ আয়োজনে কাজী শুভ’র ক্ষত

স্টাফ রিপোর্টার :
ঈদ মানেই তারকাদের ভিন্ন ভিন্ন আয়োজন। ভালো  কিছুর প্রতিযোগিতা। কাজী শুভ বরাবরই একজন জনপ্রিয় গায়ক। সারা বছরই তার ব্যস্ততা থাকে।
এবারের ঈদুল আজহা উপলক্ষেও বেশ কিছু গানে কন্ঠ দিয়েছেন, উল্লেখযোগ্য একটি গানের শিরোনাম ‘ক্ষত।
শামিম মাহমুদের কথা সুর ও সঙ্গীতায়োজনে গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চলচ্চিত্র পরিচালক গোলাম রাব্বানী কিশোর, সাম্প্রতি গাজীপুর কালীগঞ্জের জাকিরের বাড়ি শেষ হয়েছে শুটিং। চলচ্চিত্র পরিচালক ও কাহিনীকার রুবেল মাহমুদ এর গল্পে ক্ষত শিরোনামের এই গানে অভিনয় করেছেন রাসেল গাজী, সিমরান,মিলন ও শিল্পী কাজী শুভ নিজেও অংশ নিয়েছেন শুটিংয়ে। ক্ষত গানের মিউজিক ভিডিও টি এন আর এল ক্রিয়েশন নামের একটি ইউটিউব চ্যানেল এ ঈদের আগের রাতে প্রকাশ পাবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঈদ * কাজী শুভ * ক্ষত
সর্বশেষ সংবাদ