জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন তিন মুখ
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. পরিমল বালা, অধ্যাপক ড. জাকির হোসেন, এবং অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসা। মঙ্গলবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১৭(১)(জ) ও (২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের ৬৩তম সভায় তাদের দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের এই মনোনয়ন ১০ জুন থেকে কার্যকর হয়েছে।
অধ্যাপক ড. পরিমল বালা বলেন, “বিশ্ববিদ্যালয়, সহকর্মী ও শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সবসময় কাজ করে যাবো।”
১৭(১) (ক) ধারা অনুযায়ী অধ্যাপক ড. সাদিকা হালিম পিএইচডি কে সভাপতি এবং (খ) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. হুমায়ূন কবীর চৌধুরীকে সদস্য করে মোট ১৫ জন সদস্য নিয়ে সিন্ডিকেট গঠিত হয়েছে।