শিরোনাম
জামায়াত ইসলামীর প্রতি রিজভী প্রশ্ন: আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, স্বাধীনতায় আপনাদের ভূমিকা কি ছিল?   » «    শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা   » «    গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা   » «    সাদ্দাম হলের অব্যবস্থাপনায় ভোগান্তি শিক্ষার্থীদের   » «    রাজধানীতে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে   » «   

উজিরপুরে আনসার সদস্যদের সম্মানজনক ভাতার মাধ্যমে পেশার স্বীকৃতি দাবি

উজিরপুর বরিশাল প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বিভিন্ন বিশেষ সরকারি বেসরকারি প্রয়োজনে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য বাহিনীর সাথে সমানতালে কাজ করেও নিজেদেরকে পেশা হিসেবে পরিচয় দিতে পারছে না আনসার ভিডিপি সদস্যরা।  নির্বাচনের দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সাথে কথা হয় আনসার  কমান্ডার আনন্দ মোহন মন্ডল এর সাথে।
তিনি বলেন ৫ জুন উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সে সঠিক ভাবে দায়িত্ব পালন করেন এবং তার সাথে কয়েকজন পুলিশ সদস্য ছিলেন সেখানে তাদের চেয়ে আমাদের সদস্য ও দায়িত্ব কোন অংশ কম ছিলো না, আমরা আধুনিক অস্ত্রশস্ত্রে প্রশিক্ষিত কিন্তু আমাদেরকে ডাকা হয় শুধুমাত্র নির্বাচন অথবা পূজা পার্বণের ডিউটিতে। বছরের বাকি সময় আমরা জীবিকার তাগিদে বিভিন্ন পেশায় নিয়োজিত হই। আমরা যারা কমান্ডের পর্যায়ে আছি আমাদেরকে প্রতি মাসে মাত্র ১৫শ টাকা সম্মান দেওয়া হয়। সদস্যেদের  বিষয়ে  তেমন কোন পদক্ষেপ নাই সরকারের। আনসার কমান্ডার আনন্দ মোহন মন্ডল আরো বলেন বিশেষ করে বয়স্ক, গর্ভবতী, এবং প্রতিবন্ধী ভোটারদের কে   নিজে এগিয়ে গিয়েছেন তাদেরকে ভোট প্রদানে  সহযোগিতা করেন।
উজিরপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনুর জামান জানান, আনসার কমান্ডার সহ সদস্যরা নির্ভীক এবং দ্বায়িত্ব শীল ব্যাক্তি সবসময় আমার আদেশ নির্দেশ মেনে বাহিনীর বাস্তবায়নে এগিয়ে আসে। কিন্তু উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সরকারের সমর্থ্য না থাকায় বিশেষ প্রয়োজন ছাড়া এ সকল সদস্যদেরকে ডাকা হয়না ও সম্মানীয় প্রদান করা সম্ভব হয় না। তবে আমাদের সদস্যরা স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। তবে উপজেলা পর্যায়ে প্রশিক্ষিত আনসার ভিডিপি সদস্যরা সম্মানজন সরকারি ভাতা মাধ্যমে পেশার স্বীকৃতি দাবি করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আনসার সদস্য * উজিরপুর
সাম্প্রতিক সংবাদ