শিরোনাম
ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক   » «    ক্যাম্পাস সংস্কার বাদ দিয়ে ফ্যাসিবাদ পুনর্বাসনে ব্যস্ত পবিপ্রবি প্রশাসন   » «    ১৬ বছর পর দেশে ফিরছেন যুবদল নেতা আবু সাইদ   » «    স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজার আখতারুজ্জামানকে শো-কজ   » «    ভ‍্যাট ব‍্যবস্থা বিলুপ্ত করুন; সেবা ও পন্যের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করুন :এবি পার্টি   » «   

রাজস্থলীতে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নতুন ঘর 

স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি :
আজ ১০ জুন, সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায়  পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির রাজস্থলী উপজেলা আরোও ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর নতুন ঘর। তার মধ্যে  ঘিলাছড়ি  ইউনিয়নে ০৮ টি এবং  গাইন্দ্যা  ইউনিয়নে ১১ টি ও বাঙ্গাল হালিয়া ইউনিয়নে ০৬ টি  নতুন ঘর পাবেন উপকারভোগীরা । ইতিমধ্যে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো,ফজলুল করিম।
রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র  আজ নিজ কার্যলয়ে এক প্রেস ব্রিফিংয়ে গনমাধ্যম কর্মীদের  জানান, আগামী  মঙ্গল বার ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী গণভবন হতে ভার্চুয়ালি উপস্থিত থেকে রাজস্থলী  সহ দেশের বিভিন্ন উপজেলায় উপকারভোগীদের হাতে নতুন ঘর  হস্তান্তর করবেন। রাজস্থলী উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে আমরা উপকারভোগীদের হাতে ঘরের চাবি এবং দলিল বুঝিয়ে দিব।
২ নং গাইন্দ্যা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা  এবং ৩ নং বাঙ্গালহালিয়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা  জানান, পঞ্চম  পর্যায়ে দ্বিতীয় ধাপে আমাদের ইউনিয়নে ইতিমধ্যে গৃহ নির্মাণ কাজ শেষ হয়েছে।
প্রসঙ্গত: ইতিমধ্যে রাজস্থলী  উপজেলায় ২ শত ৫৪ টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর গুলো পেয়েছেন। নতুন এবার ২৫ টি ঘর পেতে যাচ্ছে বলে জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * প্রধানমন্ত্রী * রাজস্থলী
সাম্প্রতিক সংবাদ