শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

শরীয়তপুর ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৫ম পর্যায়ের ২য় ধাপে নির্মিত ঘর উদ্বোধন করা হবে

 

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর মুজিববর্ষ উপলক্ষে আগামী ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৫ম পর্যায়ের ২য় ধাপে নির্মিত ঘর উদ্বোধন করা হবে।

এদিন শরীয়তপুর জেলার সদর উপজেলায় ২৯ টি, জাজিরা উপজেলায় ১৩০ টি এবং নড়িয়া উপজেলায় ৫০ টি সর্বমোট ২০৯ টি ঘর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ আনুষঙ্গিক কাগজপত্র হস্তান্তর করা হবে ও ঘরের দখল বুঝিয়ে দেয়া হবে।

০৯ জুন ২০২৪, রবিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সভা কক্ষে এবিষয়ে একটি প্রেস রিলিজ করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।

প্রেস রিলিজ এ বলা হয়,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে ২০২০ সালের ৭ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে, দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক টিনশেড সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।

আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ইতোমধ্যে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ধাপ ও ৫ম পর্যায়ের ১ম ধাপে ২,৪২,৩১১ (দুই লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত এগারো) টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে উপকারভোগী পরিবারের মাঝে হস্তান্তর করেছেন।
এরই ধারাবাহিকতায় আগামী ১১ জুন ২০২৪ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের ৫ম পর্যায়ের ২য় ধাপে বরাদ্দকৃত ঘর ভার্চুয়ালি উদ্বোধনপূর্বক উপকারভোগীদের কাছে জমির কবুলিয়ত, নামজারি খতিয়ান ও দাখিলা হস্তান্তর করার জন্য সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।

এদিন শরীয়তপুর জেলার সদর উপজেলায় ২৯ টি, জাজিরা উপজেলায় ১৩০ টি এবং নড়িয়া উপজেলায় ৫০ টি সর্বমোট ২০৯ টি ঘর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ আনুষঙ্গিক কাগজপত্র হস্তান্তর করা হবে ও ঘরের দখল বুঝিয়ে দেয়া হবে।

এছাড়াও এদিনে জাজিরা ও নড়িয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হবে। উল্লেখ্য, ইতোমধ্যে এ জেলার শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো: সাইফুদ্দিন গিয়াস ও সিনিয়র সহকারী কমিশনার(রাজস্ব শাখা, এলএও, আরএম ও জেনারেল সার্টিফিকেট শাখা পলাশ কুমার দেবনাথ সহ ইলেকট্রনিক, প্রিন্ট ও আনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গৃহহীন পরিবার * ঘর উদ্বোধন করা হবে * শরীয়তপুর ভূমিহীন
সাম্প্রতিক সংবাদ