কাউখালীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ৮ জুন শনিবার সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক, কাউখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বাচ্চু সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমরা সার্বক্ষণিক চেষ্টা করি জনগণের সেবা করার জন্য। উপজেলার ইউনিয়নের প্রতিটি ভূমি অফিসে আমাদের কর্মকর্তা বৃন্দ স্থানীয় ভূমি সংক্রান্ত বিষয় সঠিক পরামর্শ ও সেবা দিয়ে থাকে।সরকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, ভূমি সংক্রান্ত ব্যাপারে কোন অভিযোগ থাকলে সরাসরি আমাদের কাছে অভিযোগ দিন। আমরা জনগণের সেবা করার জন্য চাকরি করছি। ভূমি অফিসের কোন কর্মচারী যদি অনিয়ম করে তাহলে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।