মানিকগঞ্জের সিংগাইরে মাদকাসক্ত যুবককে উপদেশ দেয়ায় ছুরিকাঘাত

মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সিংগাইরে মাদকাসক্ত যুবককে উপদেশ দেয়ায় কাল হলো এতে ছুরিকাঘাতে নিহত হলো জিন্নত আলী (৫৫) নামের এক ব্যাক্তি।

ঘটনাটি ঘটেছে,  মঙ্গলবার (৫ জুন) দিবাগত রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের রুবেলের  টং দোকানের সামনে। নিহত জিন্নত আলীর বাড়ী বাঘুলি গ্রামে।সে ওই গ্রামের মৃত জয়নাল আবেদীন মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের আজাহার আলীর ছেলে বাবুল হোসেনকে (২২) মাদকের টাকার জন্য বাবার সাথে প্রায়ই ঝগড়া হতো। এ ঘটনায় প্রতিবেশী বিল্লাল হোসেন ছেলেকে টাকা দিতে  গত মঙ্গলবার বিকেলে রুবেলের টং দোকানের সামনে থেকে মাদকদ্রব্য থেকে বিরত থাকার উপদেশ দেন। এ সময় বাবুল রাগে  ক্ষোভে জিন্নত আলীকে সুইচ গিয়ার দিয়ে পেটে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে নেয়া হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে মারা যায়।

বাঘুলি তদন্ত কেন্দ্রের এএসআই নুরুল আমীন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। হয়েছে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করা হয়েছে। আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মাদকাসক্ত
সর্বশেষ সংবাদ