কালিয়াকৈরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১
কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডানকিনি এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আলামিন হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে । আহত হয়েছে কামরুল হাসান নামের এক শিক্ষার্থী। এরা দুজনই ছাত্রলীগের সদস্য। নিহত হলেন উপজেলার বরিয়াবহ এলাকার মোতালেব হোসেনের ছেলে আলামিন হোসেন(২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান হয়েছিল গতকাল। এই বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি হয়। ওই মারামারির ঘটনায় বৃহস্পতিবার বিকেলে সমাধান করার কথা ছিল। এরই সূত্র ধরে উপজেলা ডানকিনি এলাকায় বৃহস্পতিবার দুপুরে মোকদম প্লাজার সামনে কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানের নেতৃত্বে কাউসার, আল-আমিন সহ ৮-১০ জন সংবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আলামিন ও কামরুলকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ততক্ষণে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত দুই জন কে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আলামিনকে নিহত ঘোষণা করেন। কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে প্রেরণ করা হয়।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।