জবিতে প্রথমবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জবি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ে ৫ জুন দুপুর ১২টা থেকে ৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ৫,০০০ টাকা জমাদানের মাধ্যমে প্রাথমিকভাবে ভর্তি হতে হবে।

প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ৬ জুন ২০২৪ থেকে ৮ জুন ২০২৪ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট ডীন অফিসে এসে ভর্তি ফি জমার রসিদ প্রদর্শনপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবে এবং মূল নথি জমা দেয়ার রসিদ (আবেদনকারীর কপি) সংগ্রহ করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।

প্রাথমিক ভর্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
1. এসএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট
2. এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জগন্নাথ বিশ্ববিদ্যালয় * ভর্তি বিজ্ঞপ্তি
সর্বশেষ সংবাদ