স্কাউটস ৫২ তম জাতীয় অ্যাওয়ার্ড অর্জন করলেন ব্রাহ্মণবাড়িয়ার লিমন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস এর ৫২ তম জাতীয় কাউন্সিল সভায় প্রকাশিত অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে বার টু দি মেডেল অব মেরিট অর্জন করেছে আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ, ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক মো: লিমন মিয়া। স্কাউটিং সম্প্রসারণের স্বীকৃতি স্বরুপ ব্রাহ্মণবাড়িয়ার মো: লিমন মিয়া বার টু দি মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেন ।
উল্লেখ্য: স্কাউটার মোঃ লিমন মিয়া ১৯৯০ সালে ২১ সেপ্টেম্বর সুহিলপুর দক্ষিণ কেন্দুবাড়ি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম অছির মিয়া। ২০০১ সালে পঞ্চম শ্রেণির পড়াশোনা সমাপ্ত করে ২০০২ সালে জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে ২০০৩ সালের ২০ মার্চ স্কাউটিং এর সাথে যুক্ত হয়। ২০০৩-২০০৬ সাল পর্যন্ত স্কাউটিং শাখার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে সার্ভিস ব্যাজ অর্জন করেন।
২০০৭ সালে কলেজ জীবনে প্রবেশ করে রোভার স্কাউটের সাথে যুক্ত হয়। রোভার প্রোগ্রাম অনুযায়ী ক্রু-মিটিং, ইউনিট কার্যক্রম, ক্যাম্প, মেটকোর্স, রোভার মুট, কমডেকা ইত্যাদি সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার স্কাউট এর সিনিয়র রোভার প্রতিনিধি এবং ২০১৪-২০১৫ সালে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগের সকল সিনিয়র রোভার মেটদের প্রত্যক্ষ ভোটে চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হয়। চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়াও রোভার থাকাকালীন সময়ে জেলা, অঞ্চল ও জাতীয় সদর দফতর এর বিভিন্ন টাস্কফোর্স সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৬ সালে সিলেট ইন্জিনিয়ারিং কলেজে রোভার স্কাউট লিডার বেসিক কোর্স করার মাধ্যমে এডাল্ট লিডার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। স্কাউটিং সম্প্রসারণের লক্ষ্যে ২০১৬ সালে ১৫ নভেম্বর আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ নামে একটি মুক্তদল প্রতিষ্ঠা করেন।
এডাল্ট লিডার হিসেবে নিয়মিত গ্রুপের ক্রু-মিটিং সহ বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি জেলা, অঞ্চল এবং জাতীয় সদর দফতরের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। এইসবের পাশাপাশি নিজেকে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য ২০১৮ সালে রোভার স্কাউট লিডার এডভান্স কোর্স, স্কীল কোর্স, ২০১৯ সালে স্কাউট লিডার বেসিক কোর্স, ২০২১ কাব স্কাউট লিডার বেসিক কোর্স, ২০২১ সালে আইসিটি বেসিক কোর্স সম্পন্ন করেন। স্কাউটিং সম্প্রসারণের অংশগ্রহণের ফলে জাতীয় সদর দফতর কর্তৃক ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড এবং সালে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। এছাড়াও ২০১৮ সালে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগ থেকে রোভার অঞ্চল কর্তৃক, নিয়মিত ক্রু-মিটিং বাস্তবায়নের জন্য শ্রেষ্ঠ ইউনিট লিডার নির্বাচিত হয়েছেন। শিক্ষা জীবনে ২০০৭ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এস.এস.সি, ২০০৯ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচ.এস.সি, ২০১৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিভাগ থেকে বিবিএ (অনার্স) এবং ২০১৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগ থেকে এমবিএ (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও ২০১৭ সালে কারিগরি শিক্ষাবোর্ড থেকে আইসিটি বিষয়ে ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট এবং ২০১৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরিয়ান ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট অর্জন করে। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ (এমপিও) এ হিসাবরক্ষক হিসেবে কর্মরত আছেন।
।
সরাইল প্রতিনিধি