শিরোনাম
চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য   » «    ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির করে কিশোর রিকশাচালক হোসাইন কে হত্যা গ্রেপ্তার -৩   » «    গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা   » «    মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «   

সিসিটিভি ক্যাম্পাসে কি চুরি হচ্ছে সেটা দেখার জন্য না: অধ্যক্ষ মোহসীন কবির 

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি :
সোহরাওয়ার্দী কলেজ থেকে হেলমেট চুরি হওয়া যেনো একটি সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। চুরি হওয়া এসব হেলমেট ফিরে পেতে কলেজে থাকা সিসি ফুটেজ দেখাতে নারাজ অধ্যক্ষ মোহসীন কবির। ভুক্তভোগীরা তাঁর সাথে যোগাযোগ করতে গেলে তাদের তিনি নানা ভাবে হয়রানি করে বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ ২ জুন রবিবার সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির বিশেষ মিটিংয়ে আংশগ্রহন করতে ক্যাম্পাসে আসে উক্ত সংগঠনের উপদেষ্টা ইমরান মাহমুদ। মিটিং শেষে বাইকের কাছে গেলে দেখতে পান বাইকে তার হেলমেট নেই। অনেক খোজাখুজির পর সিসি ফুটেজ দেখতে অধ্যক্ষের রুমে গেলে রুম তালাবদ্ধ দেখতে পেয়ে যান উপাধ্যক্ষের রুমে। সেখানে গেলে জানা যায় মাঠের সব সিসি ফুটেজ অধ্যক্ষের রুমে। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। প্রাই কলেজ থেকে হেলমেট চুরির ঘটনা ঘটছে। হেলমেট চুরির ঘটনায় আজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আকবর চৌধুরী অধ্যক্ষের সাথে দেখা করতে চাইলে এখন দেখা করা সম্ভব না বলে জানান তার সহকারী আইয়ুব। এছাড়াও সে তার সাথে বিভিন্ন ভাবে মজা নিতে শুরু করে। সবশেষে সংগঠনের সভাপতি আইয়ুবকে ফোন দিলে সে অধ্যক্ষের সাথে দেখা করিয়ে দেয়। অবশেষে দেখা করার সুযোগ পেয়ে আকবর চৌধুরী অধ্যক্ষের রুমে প্রবেশ করে প্রবেশ করার সাথে সাথে অধ্যক্ষে কি হয়েছে জিজ্ঞেস করে। কথা বলতে আকবর চৌধুরী সামনে গেলে তিনি তাকে দূর থেকে কথা বলতে বলে এবং সামনে থেকে সরিয়ে দেয়। এবং বলে সিসি ফুটেজ দেখানো কোনো ভাবেই সম্ভব না!
তারপর বিষয়টি সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের কানে আসলে সে অধ্যক্ষকে ফোন দেয় এবং বিভিন্ন ভাবে রিকুয়েষ্ট করে সিসি ফুটেজ দেখাতে। কিন্তু তিনি বলেন অধ্যক্ষ রুমের সিসি ফুটেজ দেখানো সম্ভব না! প্রতিদিন কোনো না কোনো জিনিস হারানো যাবে আর আমরা সিসি ফুটেজ দেখাবো এটা হবে না! চুরি হয়েছে সেটা থানায় জিডি করতে বলো। পুলিশ আসলে ফুটেজ দেখাবো। এছাড়াও তিনি বলেন ক্যাম্পাস থেকে কি চুরি হলো সেটা দেখার জন্য সিসি ফুটেজ না! সিসি ফুটেজ হচ্ছে শিক্ষার্থীরা কে আসলো কে গেলো সেটা দেখার জন্য!
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সোহরাওয়ার্দী কলেজ
সাম্প্রতিক সংবাদ