শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

রেলওয়ের ডিজির নামে প্রতারণাকারী  যুবককে গ্রেপ্তার বিষয়ে রেলওয়ে পুলিশের প্রেসব্রিফিং

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকেট বিক্রির অভিযোগে প্রতারকচক্রের প্রধানকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। এবিষয়ে শনিবার (১ জুন) বেলা ১২ টায় প্রেসব্রিফিং করেছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ।রেলওয়ে পুলিশ ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সদর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম, ডিবি’র অফিসার ইনচার্জ আবু সাইদ আকন্দ, মামলার তদন্ত কর্মকর্তা এস আই মনিরুজ্জামান, সৈয়দপুর আরএসবি জোনর ডিআইও এস আই নিমাত নুর চৌধুরী ও পুলিশ সুপার অফিসের এস আই হাবিব (ওসি ওয়াচ)।
এএসপি শাহ মমতাজুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার ভোরে প্রতারক যুবক ওয়াজকুরুনী ওরফে ভেজালকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে  নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে। পরে দুপুরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন।তিনি আরও বলেন, ওয়াজকুরুনী ওই চক্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর নাম, পদবী ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খোলে। সেই আইডি ব্যবহার করে  দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট দেয়ার কথা বলে যাত্রীদের কাছে বিকাশের মাধ্যমে টাকা নেয়। পরবর্তীতে টিকেট না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিত। এভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করত। প্রতারনার এ  বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের নজরে আসে।  পঞ্চগড়ের গোয়েন্দা পুলিশ ও নীলফামারী জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে ওই চক্রটি। ওই চক্রের প্রধান ওয়াজকুরুনী। সে ইতোমধ্যে তাঁর অপরাধ স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের সাথে আরও ৮/১০ জন জড়িত। অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজন্য ওয়াজকুরুনীকে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। তাহলে তাঁর কাছ থেকে আরও তথ্য জানা যাবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ডিজি * পুলিশের প্রেসব্রিফিং * প্রতারণাকারী * যুবককে গ্রেপ্তার * রেলওয়ে
সাম্প্রতিক সংবাদ