শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

সাতক্ষীরা সরকারি কলেজ রোড পূর্ণনির্মাণের দাবিতে রোববার প্রতীকী সড়ক অবরোধ

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের শহিদ রীমু সরণীস্থ সরকারি কলেজ সড়ক পূননির্মাণের দাবিতে আগামী ২ জুন রোববার সকাল ৯টা থেকে শহরের পোস্ট অফিসের মোড়ে প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।
শুক্রবার (৩১ মে) সকাল ১০টায় সংগঠনের এক সভায় এ আহবান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল।

জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা পোস্ট অফিস, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কার্যালয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সাতক্ষীরা রেজিস্ট্রি অফিস, জেলা সমবায় অফিস, সাতক্ষীরা টেলিফোন অফিস, শহর সমাজসেবা অফিস, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থার কার্যালয়, পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের মত অসংখ্য সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীজীবীসহ হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু পৌর কর্তপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও দীর্ঘদিন যাবৎ সড়কটি পুর্ননির্মাণে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করেনি।

এব্যাপারে গত ৮ মে এক মানববন্ধন কর্মসূচি থেকে সড়ক পুননির্মাণের আল্টিমেটাম দেয় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। কিন্তু পৌর কতৃপক্ষ সড়ক নির্মাণে দৃশ্যত কোন কার্যক্রম শুরু করেনি। নাগরিক কমিটির সভার বক্তারা সরকার ঘোষিত সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষা বর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু, নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ, ঘোষিত পাটকেলঘাটা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু, জলাবদ্ধতা নিরসন, ভেড়িবাধ সংস্কার, উপকূলীয় বোর্ড গঠনসহ বাজটে সাতক্ষীরার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দসহ ২১দফা দাবী বাস্তবায়নের আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, অধ্যাপক পবীত্র মোহন দাশ, প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, সিপিবির সভাপতি আবুল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, এনজিও কর্মী এড. মুনির উদ্দীন, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড. আল মাহামুদ পলাশ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইদ্রিশ আলী, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, সাংবাদিক জহুরুল কবির, বায়েজিদ হাসান প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সড়ক অবরোধ
সাম্প্রতিক সংবাদ