মাদারীপুরে ৩৫০ পিচ ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের হাতে এক মাদক ব্যবসায়ী আটক 

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দক্ষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদারীপুর সদর উপজেলা মস্তফাপুরে বড় বাড্ডা নামক স্থানে মাদক ( ইয়াবা) বেচা কেনা হবে ।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযানে মাদারীপুর সদর থানাধীন মস্তফাপুর বড় বাড্ডা নামক স্থানে  মাহবুব মাতুব্বরের মুদির দোকানের সামনে ,৩৫০(তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (বাদল মেম্বার )(৪২), নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে, এস আই আবুল কাশেম খানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের চৌকস অভিযানের দল।
মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-বার, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ। গত  ২৮ মে সন্ধ্যা ৬-৩৫ মিনিটের সময়, মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) আবুল কাশেম খাঁন ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে।  ৩৫০(তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার আনুমানিক মূল্য: (১,০৫,০০০)টাকা, আটককৃত মাদক ব্যবসায়ী মাদারীপুর সদর উপজেলা মস্তফাপুর, বড় বাড্ডা, গ্রামের মৃতঃ ওহাব মাতুব্বর ছেলে আনোয়ার হোসেন(বাদল মেম্বার) (৪২) তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে  বলে জানান পুলিশ।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মাদক
সর্বশেষ সংবাদ