আজকে শুরু হচ্ছে ‘বৈষ্টমী রকফেস্ট ২০২৪
বার্তা বিভাগ:
আজকে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘বৈষ্টমী রকফেস্ট ২০২৪’। রক জনরার গানের এ উৎসবের আয়োজক প্রযোজনা সংস্থা বৈষ্টমী। তাদের লক্ষ্য ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে কনসার্ট আয়োজনের মাধ্যমে দেশের রক ব্যান্ডগুলোকে উজ্জ্বীবিত করা। সে লক্ষ্যের বাস্তবায়ন ঘটতে যাচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রথম কনসার্টটি আয়োজনের মাধ্যমে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক ভোকাল মিজান, যাঁর নতুন ব্যান্ড মিজান অ্যান্ড ব্রাদার্স। এ ছাড়া থাকছে জনপ্রিয় ব্যান্ড বাংলা ফাইভ এবং হার্ড রক গায়ক কে এইচ এন ও তাঁর রক উইং।
রকফেস্টের এ উদ্যোগ প্রসঙ্গে বৈষ্টমীর প্রধান নির্বাহী বলেন, ‘আমরা মূলত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ করে আসছি। আমাদের ইচ্ছা, দেশের রক মিউজিক নিয়েও নিয়মিত কাজ করা, কনসার্ট আয়োজনের মাধ্যমে দেশীয় ব্যান্ডের পাশে দাঁড়ানো এবং শ্রোতাদের জন্য একটি আনন্দের উপলক্ষ তৈরি করা। উৎসবের প্রতিটি পর্বেই আমরা দেশীয় ব্যান্ডগুলোকে সম্মাননা জানাব। উৎসবের অংশ হিসেবে ঢাকায় কনসার্ট আয়োজনের পাশাপাশি সমাপনী কনসার্টটি নিয়ে বৃহৎ পরিকল্পনা আছে আমাদের। সম্মানিত করতে চাই রক ব্যান্ডের পুরোধা ব্যক্তিত্বদের। অনুপ্রাণিত করতে চাই নতুন ব্যান্ডগুলোকেও। ইতিমধ্যেই আমরা হার্ড রক গায়ক কে এইচ এন ও তাঁর রকং উইংয়ের সঙ্গের চুক্তিবন্ধ হয়েছি। তারা দেশের বড় বড় ব্যান্ডের সঙ্গে প্রতিটি কনসার্টেই পারফর্ম করবে। এমন আরও অনেক নতুন ব্যান্ড যুক্ত হবে আমাদের সঙ্গে।’
বাংলাদেশের পপ মিউজিকের ওপর চলচ্চিত্র ‘শিল্পীসত্তা’ নির্মাণ করে মুক্তি দেওয়ার অপেক্ষায় রয়েছে বৈষ্টমী।
এ কনসার্টের ইভেন্ট পার্টনার ইস্টিশন কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুদ্র হক জানান, ইতিমধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। সীমিতসংখ্যক আসন থাকায় প্রথম কনসার্টটি দর্শকের জন্য ফ্রি রাখা হচ্ছে। বিকেল চারটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত আটটা পর্যন্ত।