মধ্যনগরে একাধিক মাদক মামলার আসামী পুনরায় গাঁজা সহ গ্রেফতার
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামী পুনরায় এক কেজি গাঁজা সহ গ্রেফতার হয়েছে। ২৩মে বৃহস্পতিবার বিকেল সোয়া পাচটার সময় থানা মধ্যনগর থানাধীন সদরের কাঠপট্টির কাঠের দোকানের পিছনে উব্দাখালি নদীর পাড় হতে মাদক কেনা-বেচার সময় এক কেজি গাঁজা সহ গ্রেফতার হয়। আটককৃতর (মাদক) গাঁজা’র আনুমানিক মূল্য বিষ হাজার টাকা প্রায়।
গ্রেফতারকৃত ব্যক্তি খালিশাকান্দা (নওয়াপাড়া) মৃত হাবিজ মিয়ার ছেলে মোঃ সুলতান মিয়া (৪৩)। মধ্যনগর থানার ওসি মোঃ এমরান হোসেন প্রতিনিধিকে নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়াও তার নামে পূর্বের আরও ৫ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।