শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর শ্রীপুরে হীড বাংলাদেশের আয়োজনে কেওয়াচালা ব্যাপটিস্ট চার্চের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টার ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল টিম ফ্রি চিকিৎসা, বিনামূল্যে ওষুধ, ডায়াবেটিস পরীক্ষা, জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন শ্রীপুর শাখার সভাপতি সাগর সাংমা। মেডিকেল ক্যাম্পে প্রায় ৩৫০ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।
এখানে সেবা নিতে আসে বিভিন্ন মিল কারখানার শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষ। বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিতে পেরে সবাই অনেক খুশি। মেডিসিন, গাইনি, শিশু, অর্থোপেডিক, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, ল্যাব টেকনিশিয়া, নার্সসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।