শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

সুপ্রীমকোর্ট জাদুঘরে স্থান পেয়েছে শিশু জাওয়াদের আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি

বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাদুঘরে স্থান পেয়েছে হবিগঞ্জের সৈয়দ  কৃতি শিশু সৈয়দ জাওয়াদের অংকণকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। কৃর্তিমান শিশু সৈয়দ জাওয়াদ মোহাইমিনের আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট জাদুঘরে রাখার সিদ্ধান্ত দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এর আগে সৈয়দ জাওয়াদ মোহাইমিন বাংলাদেশ সুপ্রীম কোর্টে আয়োজিত জাতীয় দিবসের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ওবায়দুল হাসানের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ জাওয়াদ মোহাইমিনের পিতা সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ অফিসার সৈয়দ আক্রামুজ্জামান।
উল্লেখ্য যে, সৈয়দ জাওয়াদ মোহাইমিন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন, হবিগঞ্জের লস্করপুর পশ্চিম হাবিলীর সৈয়দ আম্বিয়া উজ্জামান এবং সুলতানশী হাবিলীর সৈয়দ মোহাম্মদ হেলালের নাতি, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ও হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের ভাতিজা। সৈয়দ জাওয়াদ মোহাইমিনের পিতা সৈয়দ আক্রামুজ্জামান বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে বেঞ্চ অফিসার পদে কর্মরত আছেন। হবিগঞ্জের কৃতি শিশু সৈয়দ জাওয়াদ আলোকিত মানুষ হওয়ার জন‍্য সকলের কাছে দোয়া প্রার্থী
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কৃতি শিশু * সৈয়দ জাওয়াদ * হবিগঞ্জ
সাম্প্রতিক সংবাদ