মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন ওসি আব্দুর রউফ সরকার
স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হলেন শিবালয় থানার মো. আব্দুর রউফ সরকার। ১৬ মে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ কনফারেন্স রুমে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের হাত এ ক্রেস্ট গ্রহণ করেন
গত ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে শিবালয় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পান তিনি। জানা যায়, শিবালয় থানায় দায়িত্ব গ্রহণ করার পর থেকে ওসি মো. আব্দুর রউফ সরকার থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলার সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি পুরস্কারে ভূষিত হন। মূলত ভালো কাজের উদ্বুদ্ধ করার জন্য নিয়মিত এ পুরস্কারের আয়োজন করে থাকে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার( জেলা বিশেষ শাখা) লাবনী আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান, পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মারুফা নাজনীন প্রমুখ। ওসি আব্দুর রউফ সরকার জানান, কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার একটা ভালো লাগার বিষয়। এ পুরস্কার আগামীতে আমাকে আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। আমি আমার থানা এলাকায় সবার নিরাপত্তার বিধানসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সচেষ্ট থাকবো।