মদনে প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে মোরগ ও ছাগলে খাদ্য বিতরণ
নেত্রকোণা মদন উপজেলা সৈয়দ আহম্মদ বসরী (রাঃ) মাজার মাঠে প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে বিনা মূল্যে মোরগ ও ছাগলে খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার উপস্থিতিতে সুবিধা ভোগী ৫০০ জন মোরগ খামারী মাঝে সাড়ে ১২ কেজি করে খাদ্য ও ১২৫ জন ছাগল খামারীর মাঝে ৫০ কেজি করে খাদ্য বিনামুল্যে বিতরণ করা হয়েছে। মের্সাস তুষার এন্টারপ্রাইজ, সাভার ঢাকা নামে ঠিকাদারি প্রতিষ্ঠান মোরগ ও ছাগলে খাদ্য সরবরাহ করেন।
সুবিধা ভোগী উপজেলা কদমশ্রী গ্রামের নজরুল ইসলাম জানান,আমার মোরগের খামার রয়েছে, আমি বিনামূল্যে সাড়ে ১২ কেজি করে ৮ প্যাকেট খাদ্য পেয়েছি,গোবিন্দশ্রী গ্রামের সীমা রাণী বলেন,আমার ছাগলের খামার রয়েছে আমিও বিনামূল্যে ৫০ কেজি ১টি বস্তা খাদ্য পেয়েছি। এতে আমাদের খুবই উপকার হয়েছে। বাগদাইর গ্রামের বশির জানান,মোরগের খাদ্যের ৮ টি প্যাকেট বিনামূল্যে প্রাণী সম্পদ অফিস হতে আমার নামে বরাদ্দ দেয়া আমি খুবই উপকৃত হয়েছি।
খাদ্য বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তায়রান ইকবাল, সুবিধা ভোগী খামারি সহ গণমাধ্যম কর্মীবৃন্দ।