শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মধ্যনগর সংঘর্ষে আহত-৩, গ্রেফতার -১

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর বাজারে ইজারাকৃত নৌকা ঘাটের অংশনিয়ে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের ৩ জন আহত হয়েছে।ওঅপর পক্ষের একজন গ্রেফতার হয়েছে।১৩ইমে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষে আহতরা হলেন, মো.পাভেল মিয়া (৩০), মিজানুর রহমান (৩৩) ও আলমগীর শেখ (৪২)।আহতদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।তাদের মধ্যে পাভেল মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এঘটনায় মধ্যনগর গ্রামের সাইদুর রহমান সোহাগ বাদী হয়ে সোমবার রাতে মধ্যনগর থানায় একটি মামলা করেন।রাতেই লিটন তালুকদার (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শী সূত্রে  জানা যায় মধ্যনগর বাজারস্থ নৌকা ঘাটটি আগামী ১ বছরের জন্য ইজারা নেন রিপন সরকার।ঘাটের অংশীদারত্বে নিয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সাধারণ সম্পাদক লিটন তালুকদারের মধ্যে ঐ লেনদেকে কেন্দ্র মুঠোফোনে বাকবিতন্ডা হয়।একপর্যায় সামনাসামনি হন এবং বাকবিতন্ডার পর সংঘর্ষ বাধে। এতে সোহাগের সাথে থাকা তিনজন আহত হন।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, এই ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সংঘর্ষ
সাম্প্রতিক সংবাদ