নোবিপ্রবির ২ হলের ক্যান্টিন-ডাইনিং চালু

নোবিপ্রবি প্রতিনিধি:
দীর্ঘদিন বন্ধ থাকার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিন ও ভাষা শহীদ আব্দুস সালাম হলের ডাইনিং চালু  হয়েছে।ফলে এই দুই হলের আবাসিক শিক্ষার্থীদের খাবার নিয়ে ভোগান্তির অবসান ঘটেছে।
মঙ্গলবার (১৪ মে) বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড.অবন্তি বড়ুয়া হলের ক্যান্টিন ও সালাম হলের প্রভোস্ট ড.কাউসার হোসেন ডাইনিং খোলার বিষয়টি নিশ্চিত করেন।
হল সূত্রে জানা যায়,গত অক্টোবর মাস থেকে ভাষা শহীদ আব্দুস সালাম হলের ডাইনিং বন্ধ ছিলো।ফলে দীর্ঘ  সাত মাস যাবৎ ডাইনিং সুবিধা থেকে বঞ্চিত ছিলো এই হলের আবাসিক শিক্ষার্থীরা। অন্যদিকে ঈদের বন্ধের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ক্যান্টিন না খোলায় ভোগান্তিতে পড়তে হয়েছিলো হলটির আবাসিক শিক্ষার্থীদের।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড.অবন্তী বড়ুয়া বলেন, গত রবিবার  পুনরায় হল ক্যান্টিন চালু করা হয়েছে। পূর্ববর্তী ক্যান্টিনের চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং ক্যান্টিন সংস্কারের জন্য হল ক্যান্টিন সাময়িক বন্ধ ছিলো। হল প্রশাসনের দ্রুততম উদ্যোগে পুনরায় হল ক্যান্টিন চালু করা হয়েছে। এখন থেকে নিয়মিত সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতের খাবার সরবরাহ করা হবে। খাবারের দাম ও মান ঠিক রাখতে প্রভোস্ট বডি সর্বদা মনিটরিং করছে।
তিনি আরোও বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে হলকে সুন্দর করে গুছানোর চেষ্টা করেছি।  গত এক বছরে হল ও শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করেছি। এর মধ্যে হল গেটের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন,বঙ্গবন্ধু কর্নার ও ফটো গ্যালারি স্থাপন,বিভিন্ন রকমের ফুলের গাছসহ দেড় শতাধিক ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপন,নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে  হলের মেইন ফটক ও চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন,বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী দিবস উদযাপন, বিভিন্ন রকমের মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন,প্রায় শতাধিক বইয়ের একটি সংগ্রহশালা স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে।
ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড.কাউসার হোসেন বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ(১৪ মে) সালাম হলের ডাইনিং পুনরায় চালু করা হয়েছে। আগে শিক্ষার্থীরাই চালাতো ডাইনিং। এবার অভিজ্ঞ এক লোক কে দেওয়া হয়েছে।উনি আগে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডাইনিং চালাতেন। খাবারের দাম ও মান ঠিক রাখতে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডাইনিং ভালোভাবে সচল রাখতে হল সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নোবিপ্রবির ২ হলের ক্যান্টিন-ডাইনিং চালু