বাকেরগঞ্জে ২৮ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশাল  প্রতিনিধি:
দীর্ঘ ২৮ বছর পলাতক থাকার পরে হত্যা মামলার  যাবজ্জীবন সাজা প্রাপ্ত আনোয়ার হোসেন নামে এক আসামীকে গ্রেফতার করেছে  বাকেরগঞ্জ থানা পুলিশ।
১৪/৫/২০২৪ ইং সোমবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইসদিয়া এলাকা থেকে পুলিশ তাকে  আটক করতে সক্ষম হয়। আটককৃত  আসামী  আনোয়ার হোসেন বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের মৃতঃ গিয়াসউদ্দিন  খানের ছেলে। মামলার বরাত দিয়া বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান  ১৯৯৬ সালের অক্টোবর  মাসে একই গ্রামের আসমান খান নামে এক  ব্যক্তিকে হত্যা করে। তখন মৃত ব্যক্তির ছেলে মোঃ হানিফ  খান  বাদী হইয়া বাকেরগঞ্জ থানায় একটি  মামলা দায়ের করেন।
যাহার  মামলা নম্বর অতিরিক্ত  দায়রাজজ ১ম আদালত  বরিশালের সেশন  মামলা নং৩৮/৯৯, জিআর নং ১০/৯৭, ( বাকেরগঞ্জ )  ধারা ৩০২,পেনাল কোড এবং সেই  মামলায়  প্রধান আসামি ছিল  আনোয়ার হোসেন। ২০০১ সালের সেপ্টেম্বর  মাসে  তখনকার বরিশালের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে আসামি আনোয়ার হোসেন কে যাবজ্জীবন কারাদণ্ড  ও ৫০০০/- (পাঁচ হাজার টাকা জরিমানা ) অনাদায়ে  আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। কিন্তুু ঘটনার  পর থেকেই আসামি  পলাতক থাকার কারনে  সাজা কার্যকর  হয়নি।
১৩/৫/২০২৪ ইং সোমবার  গোপন সংবাদের ভিত্তিতে  তথ্য প্রযুক্তির সহায়তায় বাকেরগঞ্জ  থানার অফিসার ইনচার্জ  আফজাল হোসেনের অক্লান্ত প্রচেষ্টায় এএসআই পলাশ চন্দ্র দে তার সঙ্গীয় ফোর্স নিয়া পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া এলাকা থেকে  তাঁকে  গ্রেফতার করে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * যাবজ্জীবন * হত্যা মামলা