সৈয়দপুরে মেয়ের সাথে এসএসসি পাস করেছে পৌর প্যানেল মেয়র মা

ছবি – মা ও মেয়ে
 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মা ও মেয়ে একসাথে অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে পাশ করেছে। তারা হলেন, নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার প্যানেল মেয়র-৩ সাবিয়া সুলতানা ও তাঁর মেয়ে মাফরুহা শাহ।
গত রোববার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, মা পেয়েছেন জিপিএ-৩.৬৪ ও মেয়ে পেয়েছে ৩.৫০। মা সাবিয়া সুলতানা ভোকেশনাল বোর্ডের অধীনে শহরের আসমতিয়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নেন। মেয়ে মাফরুহা অংশ নেয় শহরের ইসলামিয়া স্কুল থেকে।
মা ও মেয়ের একসঙ্গে পাসের ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। সবাই তাঁদের অভিনন্দন জানাচ্ছেন। এব্যাপারে মা সাবিয়া সুলতানা বলেন, শিক্ষার কোনো বয়স নেই। মেয়েদের অনুপ্রেরণায় এবার পরীক্ষা দিয়েছিলাম। আল্লাহ সফলতা দান করেছেন। ফলে বেশ আনন্দিত। সামনেও লেখাপড়া করতে চাই।
আর মেয়ে মাফরুহা বলে, আম্মু আমাকে পড়ালেখায় সব সময় সহযোগিতা করেছেন। নিজেও আমার সঙ্গে অংশ নিয়ে পাস করেছেন। আমি আমার আম্মুর জন্য গর্ববোধ করি। আশা করি তিনি আরও উচ্চ শিক্ষা অর্জন করবেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * এসএসসি পাস করেছে পৌর প্যানেল মেয়র মা
সর্বশেষ সংবাদ